• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
পাটগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
রেললাইনে বসে আড্ডা, ট্রেনে কাটা পড়ে নিহত ৪
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (১১ নভেম্বর) উপজেলার আলাউদ্দিননগর এলাকার রেলপথে এ দুর্ঘটনা ঘটে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম। ট্রেনে কাটা পড়ে মৃতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আবদুল ওহাব (৪২)। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে আলাউদ্দিননগর স্টেশন এলাকায় রেললাইনে বসে ওই চারজন গল্প করছিলেন। এ সময় পাশে একটি মাড়াই মেশিন চলছিল। এই শব্দের কারণে তারা ট্রেনের শব্দ শুনতে পারেননি। এ সময় করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ বিষয়ে পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম বলেন, সন্ধ্যার সময় আলাউদ্দিননগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা রেললাইনে বসে গল্প করছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আরটিভি/এমকে
দুর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৬ দিন 
আইন ভেঙে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
স্বামীর মৃত্যুর ৭ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও
পাটগ্রামে পাট চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত 
পণ্যবাহী গাড়িতে অবৈধভাবে পণ্য পাচার, সংকটে বুড়িমারী স্থলবন্দর 
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে আমদানিকৃত পণ্যের গাড়িতে সম্প্রতি একের পর এক অবৈধভাবে কোটি টাকার পণ্য পাচার করে আনা হচ্ছে। এতে জড়িত ভারত-বাংলাদেশের অসাধু কয়েকজন ব্যবসায়ী। তাদের দৌরাত্ম্যে নানামুখী সংকটে পড়েছে এ স্থল শুল্ক স্টেশন ও বন্দরটি।  সংশ্লিষ্ট সূত্র জানায়, বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে অধিক হারে পাথর আমদানি করা হয়। প্রতিদিন প্রায় ৪০০-৬০০ গাড়িতে পাথর ও অন্যান্য পণ্য আমদানি ও রপ্তানি করা হয়। ঋণপত্র (এলসি) অনুযায়ী এসব গাড়িতে আনা পণ্যের সঠিকতা যাচাই করা হয় অনুমান করে। গুরুত্বপূর্ণ এ শুল্ক স্টেশনে ‘পণ্য স্ক্যানার’ না থাকার সুবাদে অসাধু ব্যবসায়ীরা আমদানি করা পণ্যের গাড়ির ভেতরে ভারতীয় শাড়ি, থ্রিপিস, কসমেটিকস্, গয়না, চিকিৎসা সামগ্রী পাচার করে আনছে।   গত ১২ মার্চ ১৮৮১২৪০১০০০১ নম্বর এলসি অনুযায়ী ভারতের কলকাতার রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘অভিক অ্যান্ড সন্সের’ নিকট ১৮ টন চায়না ‘ক্লে পাউডার’ আমদানির অর্ডার করেন ঢাকার মেসার্স নূর এন্টারপ্রাইজ। পণ্যগুলো ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে গত ৬ মে ভারতীয় ট্রাকে বুড়িমারীতে আনা হয়। পণ্যগুলো যাচাই করে আমদানিকারকের প্রতিনিধিকে বুঝিয়ে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। দীর্ঘদিনেও পণ্য বুঝে না পেয়ে পাটগ্রাম থানা ও গাজীপুরের টঙ্গী থানায় মামলা করেন আমদানিকারক প্রতিষ্ঠান। এতে গাজীপুর ডিবি পুলিশের একটি দল মামলার আসামি বুড়িমারী ইউনিয়নের তুহিনুজ্জামান বাবু ও মনোয়ার হোসেনকে আটক করে এবং ২০ দিন পর হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের একটি বাড়ি থেকে ক্লে পাউডারগুলো উদ্ধার করে। এ সময় উদ্ধারকৃত পাউডারের ভেতর অবৈধভাবে থেকে আনা ১০ কার্টন সিটি গোল্ডের বিভিন্ন গহনা, সিরিঞ্জ, কেনুলার কার্টন ৩০টি ও অন্যান্য পণ্য বের হয়। এসব পণ্যের মূল্য প্রায় কোটি টাকা। একইভাবে গত ২০২৩ সালের ২৭ মার্চ ও এ বছরের ১৭ ফেব্রুয়ারি পাথরবোঝাই ট্রাকে অবৈধভাবে আনা হয় কয়েক কোটি টাকার নানা পণ্য।  নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আমদানি-রপ্তানিকারক দাবি করেন, ভারত-বাংলাদেশের একটি কুচক্রী মহল বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসায়ী প্রতিহিংসায় নানা ধরনের ষড়যন্ত্র করে সংকট সৃষ্টির চেষ্টা করছে। এতে শত শত আমদানি-রপ্তানিকারক চিন্তিত।       বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ বলেন, একটি চক্র পাথর আমদানির নামে ভারত থেকে শাড়ি ও থ্রিপিস কাপড়, সুগন্ধি ক্যামিক্যাল, কসমেটিকস, চিকিৎসা সামগ্রীসহ নানা পণ্য অবৈধভাবে নিয়ে আসছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কাস্টমস কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া জরুরি।    এ ব্যাপারে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান বলেন, বুড়িমারী কাস্টমসে দায়িত্বরত সবাই কয়েকধাপে পণ্য আমদানি ও রপ্তানির গাড়িসমূহ চেক করে। কোনো গাড়ি সন্দেহ হলে খালি করে দেখা হয়। কোনো ব্যবসায়ী অবৈধভাবে কোনো মালামাল আনলে ও ধরা পড়লে কাস্টমস আইনে তার লাইসেন্স বাতিল করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। গাড়িসহ পণ্য স্ক্যান করতে ‘স্ক্যানার’ বসাতে রংপুর কমিশনারের মাধ্যমে এনবিআরে চিঠি ও প্রস্তাব পাঠানো হয়েছে।
পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু 
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রশিদুল ইসলাম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।  শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ি এলাকার লক্ষণাতের কামাত গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত রশিদুল ইসলাম ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনসুর আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুচলীবাড়ী ইউনিয়নের মেম্বার মতিয়ার রহমান। স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ ঘরে বিদ্যুতিক সিলিং ফ্যানের তারের সংযোগ দিতে যান রশিদুল ইসলাম। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  নিহত রশিদুল ইসলাম ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনসুর আলীর ছেলে। এ বিষয়ে মেম্বার মতিয়ার রহমান বলেন, ‘পানবাড়ি এলাকার রশিদুল নামের এক ব্যক্তি সিলিং ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’ 
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার খ্যানপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মমতা বেগম (৪৫) নামে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতা বেগম (৪৫) পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর ধবলসুতী গ্রামের মৃত বছির উদ্দিনের মেয়ে। স্থানীয়রা জানান, বুধবার সকালে রেললাইনের ধারে গাছের পাতা কুড়াতে যায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী মমতা বেগম। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ বিষয় বুড়িমারী রেলস্টেশনের মাস্টার নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি লালমনিরহাট জিআরপি থানাকে অবগত করেছি।
ফোনে কথা বলায় ব্যস্ত, ট্রেনে কাটা পড়ে রেল কর্মচারীর মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রামে মোবাইল ফোনে কথা বলার সময় ব্যস্ত থাকায় ট্রেনে কাটা পড়ে রেলওয়ের এক কর্মচারী মারা গেছেন। শনিবার (২০ এপ্রিল) দুপুরের দিকে ওই উপজেলার ঘুণ্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত রেল কর্মচারী আব্দুর রাজ্জাক (৩০) খালাসি পদে চাকরিরত ছিলেন ও তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হলদিপুকুর এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী। রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রাজ্জাক ওই এলাকায় এক আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণে গিয়েছিলেন। সেখানে মোবাইলে কথা বলতে বাড়ির বাইরে এসে রেললাইনে উঠে কথা বলায় মগ্ন ছিলেন। এ সময় বুড়িমারী থেকে পার্বতীপুরগামী কমিউটার ট্রেনটি পাটগ্রাম স্টেশন আসার সময় তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (আই ডব্লিউ) শফিকুল ইসলাম স্বপন বলেন,  কি কারণে এ দুর্ঘটনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পাটগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী গুচ্ছগ্রাম এলাকায় পুকুরে ডুবে আঁখি মনি (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।  সোমবার (১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় অন্যান্য চার সহপাঠী পানিতে ডুবে অসুস্থ হয়ে পড়ে।  স্থানীয়রা জানান, উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুড়িয়াটারী গুচ্ছগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে বেলা ১২টার দিকে খেলার জন্য বের হয়ে যায় আঁখি মনিসহ সমবয়সী ৫ সহপাঠী। এ সময় তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। ওই শিশুদের পরিবারের সদস্যরা তাদেরকে খুঁজতে থাকেন। পরে নিখোঁজ শিশুদের পুকুরে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। তাদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঁখি মনিকে মৃত ঘোষণা করেন।  আহত অপর ৪ শিশু হলো- ওই এলাকার মফিজুল ইসলামের মেয়ে মল্লিকা আক্তার (১১), মোখলেছুর রহমানের মেয়ে সুমা আক্তার (১২), নাইম (১০) আব্দুল গফুরের মেয়ে শারিকা আক্তার (১২)। শাখিকা আক্তারের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মৃত আঁখি মনির ওই এলাকার শরিফুল ইসলাম মেয়ে। আঁখি মনি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।  এ বিষয়ে বুড়িমারী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসানুজ্জামান হাসান বলেন, ‘শুনেছি বেলা ১২টার দিকে বাড়ি থেকে খেলতে যায় আঁখিসহ বেশ কয়েকজন। এ সময় সবার অজান্তে পুকুরে ডুবে আঁখির মৃত্যু হয়।’
পাটগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার ও পাটগ্রাম চৈতার বাজার এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আমিনুর রহমান (৩০) ও সহিদার রহমান (৫০) নামে দুজন নিহত হয়েছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে পাটগ্রাম ইউনিয়নের চৈতের বাজার ও সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। ঘুন্টি বাজারে নিহত আমিনুর রহমান বুড়িমারী ইউনিয়নের উফারমারা গুড়িয়াটারী গ্রামের রহিম উদ্দিনের ছেলে এবং সহিদার রহমান পাটগ্রাম ইউনিয়নের টেপুরগাড়ি গ্রামের ধওলা মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ি থেকে পাটগ্রামে যাওয়ার পথে ঘুন্টি বাজারে একটি পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আমিনুর রহমান নিহত হন। এ সময় ওই মোটরসাইকেলের চালক করিদুল ইসলাম ও মতিজুল গুরুতর আহত হন। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও সহযোগী চালক পলাতক রয়েছেন।   খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  অপরদিকে নিহত সহিদার রহমান উপজেলার চৈতের বাজার এলাকায় রাস্তায় হাঁটার সময় চলন্ত বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মারা যান।  এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, মৃত সহিদার রহমানের ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ স্কটের মাধ্যমে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে বুড়িমারী ঘুন্টি বাজার এলাকার সড়ক দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।