• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
শূন্যরেখায় বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ, বিজিবির বাধা 
পাটগ্রামে ঘন কুয়াশা ও শীতে জনজীবন বিপর্যস্ত
লালমনিরহাটের পাটগ্রামে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত শীত অনুভূতি বেশি হচ্ছে। ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষ। শিশু ও বয়স্ক মানুষের মধ্যে বাড়ছে শীতজনিত নানান রোগের প্রকোপ।  বুধবার (৮ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি।  সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টা পর্যন্ত লালমনিরহাট - বুড়িমারী মহাসড়কে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঘন কুয়াশার চাদরে চারিদিক আচ্ছন্ন হয়ে আছে। একটু উষ্ণতার জন্য মানুষ বাড়িতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। কৃষকরা শীত উপেক্ষা করে ফসলের মাঠে কাজে বেরিয়েছে। প্রচণ্ড এই শীতে বেড়েছে শীতের কাপড়ের কদর। বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার দিনমজুর সাগর ইসলাম বলেন, ‘আমি খুবই গরিব মানুষ। এই শীতেও মানুষের কাজ করতে হয়। কাজে না গেলে খাবো কি।’ কুচলীবাড়ী ইউনিয়নের মাস্টার পাড়ার বাসিন্দা কৃষক মোকছেদ আলম বলেন, ‘শীতে আমাদের সকাল বেলা কাজ করতে খুবই কষ্ট হয়। আমরা কৃষক মানুষ শীতে কষ্ট হলেও বাধ্য হয়ে কাজ করতে হয়।’  এ বিষয়ে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘এ অঞ্চলের আজকের তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।’  আরটিভি/এমকে
বুড়িমারী স্থলবন্দরে অবৈধ মালামালসহ ভারতীয় ট্রাকচালক আটক
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
গুপ্তধন ভেবে গ্রেনেড লুকিয়ে রাখলেন কৃষক, এরপর যা ঘটল
পাটগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১
রেললাইনে বসে আড্ডা, ট্রেনে কাটা পড়ে নিহত ৪
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তারা রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। সোমবার (১১ নভেম্বর) উপজেলার আলাউদ্দিননগর এলাকার রেলপথে এ দুর্ঘটনা ঘটে।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম। ট্রেনে কাটা পড়ে মৃতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামনগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আবদুল ওহাব (৪২)। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে আলাউদ্দিননগর স্টেশন এলাকায় রেললাইনে বসে ওই চারজন গল্প করছিলেন। এ সময় পাশে একটি মাড়াই মেশিন চলছিল। এই শব্দের কারণে তারা ট্রেনের শব্দ শুনতে পারেননি। এ সময় করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ বিষয়ে পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম বলেন, সন্ধ্যার সময় আলাউদ্দিননগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা রেললাইনে বসে গল্প করছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আরটিভি/এমকে
দুর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৬ দিন 
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ ৬ দিন বন্ধ থাকবে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর। এ সময় সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীর যাতায়াত অব্যাহত থাকবে। বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতীয় চ্যাংরাবান্ধা বর্ডারের ব্যবসায়ীরা  আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। এ সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনকে পাঠিয়েছে।  ওই চিঠিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার  অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এ তিনটি সংস্থা মিলে সিদ্ধান্ত গ্রহণ করে যে, আগামী ৯ অক্টোবর বুধবার থেকে ১৪ অক্টোবর সোমবার পর্যন্ত ৬ দিন আমদানি-রপ্তানি কাজকর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে এসময় বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে। বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রাজু, দুর্গাপূজা উপলক্ষে ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের কথা নিশ্চিত করেন।   বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা আহসান হাবীব বলেন, দূর্গাপূজা উপলক্ষে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান বলেন, সরকারি ছুটির দিন ব্যতীত বুড়িমারী স্থলবন্দরের অভ্যন্তরের আমাদের সকল কার্যক্রম চলমান থাকবে। আরটিভি/এমকে
আইন ভেঙে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে।  বুধবার (২০ আগস্ট) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ওয়াহিদ।  আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে দেড় শ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না। স্থানীয়রা জানান, বুধবার হাড়িপাড়া সীমান্তের প্রধান পিলার ৮ নম্বরের সাবপিলার ২৩ থেকে ২৮ নম্বরের শূন্যরেখায় বিএসএফের তত্ত্বাবধানে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন ভারতীয় শ্রমিকেরা। বিষয়টি নজরে এলে বিজিবি বাধা দেয়। এতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। পরে বিএসএফের সদস্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেন। এর আগে মঙ্গলবার রাতে সীমান্তে বিপুল পরিমাণ কাঁটাতারের বেড়া ও নির্মাণসামগ্রী এনে রাখে বিএসএফ। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সীমান্তে জড়ো হন।  এ অবস্থায় সেখানে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক নজরদারি করা হয়েছে।   সুবেদার ওয়াহিদ বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’  এ বিষয়ে রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, ‘বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করছিল। আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বাধা দিয়েছি। এ ঘটনায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলের পাশে উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বর্তমানে কাজ বন্ধ আছে। দহগ্রাম ইউনিয়নবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষায় বিজিবি তৎপর আছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।’
স্বামীর মৃত্যুর ৭ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও
স্বামীর মৃত্যুর ৭ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও। দম্পত্তির এমন মৃত্যুতে লালমনিহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়রের রসুলপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। শনিবার (১৫ জুন) ভোর ৪টায় মারা যান হাসান আলী। এ ঘটনার সাত ঘণ্টা পর বেলা ১১টার দিকে মারা যান তার স্ত্রী মঞ্জু আরা বেগম। স্থানীয় ও পরিবার সূত্র জানায়, হাসান আলী পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো বাজার থেকে রাতে বাড়ি ফেরেন। ভোর ৪টার দিকে আম খান। এর কিছুক্ষণ পর স্ত্রীর সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন হাসান আলী। স্বামীর মৃত্যুর শোকে মঞ্জু আরা বেগম ভোর থেকেই কান্না করছিলেন। বেলা ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় বাউড়া বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, হাসান আলী ও তার স্ত্রী মঞ্জু আরা বেগম একে অপরকে খুবই ভালোবাসতেন। স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে পারেননি মঞ্জু আরা। স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকেল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের দাফন করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাবিউল ইসলাম মিরন বলেন, এ ঘটনায় আমরা সবাই শোকাহত। হাসান আলী ও মঞ্জু আরা বেগম দম্পতির তিন মেয়ে রয়েছে। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। আরেক এক মেয়ে স্থানীয় সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্রী।
পাটগ্রামে পাট চাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত 
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাট চাষিদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) সকালে উপজেলা চত্বরের শহীদ আফজাল মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আদর্শ পাট চাষিদের এ প্রশিক্ষণে উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার বিভিন্ন এলাকার ৭৫ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম।  এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল গাফফার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জামিয়ার রহমান, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডি এ ই শাহ আলম, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী প্রমুখ। 
পণ্যবাহী গাড়িতে অবৈধভাবে পণ্য পাচার, সংকটে বুড়িমারী স্থলবন্দর 
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে আমদানিকৃত পণ্যের গাড়িতে সম্প্রতি একের পর এক অবৈধভাবে কোটি টাকার পণ্য পাচার করে আনা হচ্ছে। এতে জড়িত ভারত-বাংলাদেশের অসাধু কয়েকজন ব্যবসায়ী। তাদের দৌরাত্ম্যে নানামুখী সংকটে পড়েছে এ স্থল শুল্ক স্টেশন ও বন্দরটি।  সংশ্লিষ্ট সূত্র জানায়, বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে অধিক হারে পাথর আমদানি করা হয়। প্রতিদিন প্রায় ৪০০-৬০০ গাড়িতে পাথর ও অন্যান্য পণ্য আমদানি ও রপ্তানি করা হয়। ঋণপত্র (এলসি) অনুযায়ী এসব গাড়িতে আনা পণ্যের সঠিকতা যাচাই করা হয় অনুমান করে। গুরুত্বপূর্ণ এ শুল্ক স্টেশনে ‘পণ্য স্ক্যানার’ না থাকার সুবাদে অসাধু ব্যবসায়ীরা আমদানি করা পণ্যের গাড়ির ভেতরে ভারতীয় শাড়ি, থ্রিপিস, কসমেটিকস্, গয়না, চিকিৎসা সামগ্রী পাচার করে আনছে।   গত ১২ মার্চ ১৮৮১২৪০১০০০১ নম্বর এলসি অনুযায়ী ভারতের কলকাতার রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘অভিক অ্যান্ড সন্সের’ নিকট ১৮ টন চায়না ‘ক্লে পাউডার’ আমদানির অর্ডার করেন ঢাকার মেসার্স নূর এন্টারপ্রাইজ। পণ্যগুলো ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে গত ৬ মে ভারতীয় ট্রাকে বুড়িমারীতে আনা হয়। পণ্যগুলো যাচাই করে আমদানিকারকের প্রতিনিধিকে বুঝিয়ে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। দীর্ঘদিনেও পণ্য বুঝে না পেয়ে পাটগ্রাম থানা ও গাজীপুরের টঙ্গী থানায় মামলা করেন আমদানিকারক প্রতিষ্ঠান। এতে গাজীপুর ডিবি পুলিশের একটি দল মামলার আসামি বুড়িমারী ইউনিয়নের তুহিনুজ্জামান বাবু ও মনোয়ার হোসেনকে আটক করে এবং ২০ দিন পর হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের একটি বাড়ি থেকে ক্লে পাউডারগুলো উদ্ধার করে। এ সময় উদ্ধারকৃত পাউডারের ভেতর অবৈধভাবে থেকে আনা ১০ কার্টন সিটি গোল্ডের বিভিন্ন গহনা, সিরিঞ্জ, কেনুলার কার্টন ৩০টি ও অন্যান্য পণ্য বের হয়। এসব পণ্যের মূল্য প্রায় কোটি টাকা। একইভাবে গত ২০২৩ সালের ২৭ মার্চ ও এ বছরের ১৭ ফেব্রুয়ারি পাথরবোঝাই ট্রাকে অবৈধভাবে আনা হয় কয়েক কোটি টাকার নানা পণ্য।  নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আমদানি-রপ্তানিকারক দাবি করেন, ভারত-বাংলাদেশের একটি কুচক্রী মহল বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসায়ী প্রতিহিংসায় নানা ধরনের ষড়যন্ত্র করে সংকট সৃষ্টির চেষ্টা করছে। এতে শত শত আমদানি-রপ্তানিকারক চিন্তিত।       বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ বলেন, একটি চক্র পাথর আমদানির নামে ভারত থেকে শাড়ি ও থ্রিপিস কাপড়, সুগন্ধি ক্যামিক্যাল, কসমেটিকস, চিকিৎসা সামগ্রীসহ নানা পণ্য অবৈধভাবে নিয়ে আসছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কাস্টমস কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া জরুরি।    এ ব্যাপারে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের (কাস্টমস) সহকারী কমিশনার (এসি) নাজমুল হাসান বলেন, বুড়িমারী কাস্টমসে দায়িত্বরত সবাই কয়েকধাপে পণ্য আমদানি ও রপ্তানির গাড়িসমূহ চেক করে। কোনো গাড়ি সন্দেহ হলে খালি করে দেখা হয়। কোনো ব্যবসায়ী অবৈধভাবে কোনো মালামাল আনলে ও ধরা পড়লে কাস্টমস আইনে তার লাইসেন্স বাতিল করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। গাড়িসহ পণ্য স্ক্যান করতে ‘স্ক্যানার’ বসাতে রংপুর কমিশনারের মাধ্যমে এনবিআরে চিঠি ও প্রস্তাব পাঠানো হয়েছে।