• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার  

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ অক্টোবর ২০২৪, ১৩:৪৮
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় নিখোঁজের একদিন পর ডোবা থেকে নাহিয়ান নুর আরবি (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নাহিয়ান নুর আরবী ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রাননাথ পাটিকাপাড়া গ্রামের নুর আলমের মেয়ে।

রোববার (১৩ অক্টোবর) সকালে ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রান্নাথ পাটিকাপাড়া এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়েছে।

সূত্রে জানা গেছে, হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে প্রাননাথ পাটিকাপাড়া বাড়ির পাশে একটি ডোবায় মাছ ধরতে যায় ওই শিশু। মাছ ধরতে গিয়ে সে নিখোঁজ হয়। সে বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে কয়েক ঘণ্টার চেষ্টা করেও তার কোনো খোঁজ না পেয়ে ফিরে যান। আজ রোববার সকালে ডোবা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে এলাকাবাসী।

ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, মাছ ধরতে গিয়ে ওই শিশু নিখোঁজের পর আজ সকালে তার লাশ উদ্ধার হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিলো চার কমিশন
সামান্থার ভক্তদের জন্য দুঃসংবাদ
শিরোপা জয়ের পরই বড় দুঃসংবাদ বার্সেলোনা শিবিরে
দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি