ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ফের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে বিএসএফ, বাধা বিজিবির

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০২ মার্চ ২০২৫ , ০১:২৯ এএম


loading/img

ফের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করছে বিএসএফ। তবে এবারও বিজিবি সদস্যদের বাধায় নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে তারা।

বিজ্ঞাপন

শনিবার (১ মার্চ) বিকেলে ওই সীমান্তের কলোনিপাড়া শূন্যরেখায় প্রায় আধা ঘণ্টাব্যাপী বিজিবি ও বিএসএফের মধ্যে এ বিষয়টি নিয়ে পতাকা বৈঠক হয়।

স্থানীয়রা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের (প্রধান ডিএএমপি পিলার ২ নম্বরের ৩ থেকে ৮ নম্বর উপপিলার) দহগ্রাম কলোনিপাড়া এলাকায় শুক্রবার গভীর রাতে শূন্যরেখার মাত্র ৩ থেকে ৫ গজ বাদ দিয়ে অবৈধভাবে লোহার খুঁটি স্থাপন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়। ভারতের পশ্চিমবঙ্গ বিএসএফের ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় এ বেড়া নির্মাণ করা হয়। খবর পেয়ে শনিবার সকালে সেখানে গিয়ে বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি।

বিজ্ঞাপন

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী ৭ সদেস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্যপক্ষে ভারতের বিএসএফ বোটবাড়ী কোম্পানি কমান্ডার জালম সিংয়ের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল সভায় অংশ নেন।

বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ী কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, ‘এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত আছে।’

এ বিষয়ে বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, ‘নতুন করে আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ জানিয়েছে, তাদের দেশের স্থানীয় গ্রামবাসী জেলা প্রশাসনের সহায়তায় বেড়া নির্মাণ করেছে। আমরা বলেছি, এসব মৌখিক কথা মানি না। তাদের কমিটমেন্ট ঠিক রাখতে বলা হয়েছে। বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সমাধান করবে বলে জানিয়েছে।’

বিজ্ঞাপন

এর আগে শনিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দহগ্রাম আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। এসময় নির্মাণকাজ বন্ধ রেখে বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান নেন। এতে উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |