বুড়িমারী স্থলবন্দরে অবৈধ মালামালসহ ভারতীয় ট্রাকচালক আটক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে অবৈধ পথে আসা প্রায় লক্ষাধিক টাকার ভারতীয় মালামালসহ ট্রাক ও চালককে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাতে ভারত থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের কেবিন থেকে (চালক বসার স্থানে) অবৈধ মালামাল আটক করে ৬১ বিজিবি তিস্তা-২ ব্যাটালিয়নের বুড়িমারী বিওপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা।
রোববার (১৫ ডিসেম্বর) অবৈধ মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল কাশেম।
আটককৃত ভারতীয় ট্রাক চালক ফিরোজ রহমান (৩৫) কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধা থানার ১৫৪ নগর চ্যাংড়াবান্ধা গ্রামের মৃত ইয়াকুব রহমানের ছেলে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, বিজিবির পক্ষ থেকে থানায় একটি চোরাচালান মামলা দেওয়া হয়েছে। আটককৃত ভারতীয় নাগরিককে আদালতে পাঠানো হয়েছে।
আরটিভি/এমকে
মন্তব্য করুন