নন এমপিও শিক্ষক–কর্মচারির বেতন বাড়াতে শিক্ষার্থীদের মাসিক বেতন সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে। কোনোভাবেই এর বেশি বাড়ানো যাবে না। অভিভাবকদের সঙ্গে আলোচনা করে তাদের সক্ষমতা বিবেচনায় নিয়েই শিক্ষার্থীদের মাসিক বেতন বাড়াতে হবে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি পরিপত্র জারি করে।
গেলো বছরের ডিসেম্বরে নতুন জাতীয় বেতনস্কেল করার পর অনেক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নন এমপিও শিক্ষক-কর্মচারিদের বেতন বাড়ানোর কথা বলে শিক্ষার্থীদের মাসিক বেতন উচ্চ হারে বাড়ায়। কয়েকটি প্রতিষ্ঠান শতভাগ পর্যন্ত বেতন বাড়ায়। এ নিয়ে অভিভাবকরা আন্দোলনে নামলে বাড়ানো বেতন-ফি বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
বিষয়টির সমাধানে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এই পরিপত্র জরি করলো। তাতে আরো বলা হয়, একজন নন এমপিও শিক্ষকের বেতনের মোট পরিমাণ কোনোভাবেই সম–স্কেলের একজন এমপিওভুক্ত শিক্ষকের বেতনের চেয়ে বেশি হবে না।
কে/