ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

পুলিশকে অসহযোগিতার মামলায় খালাস তাহমিদ

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৬ এপ্রিল ২০১৭ , ০১:৩৩ পিএম


loading/img

পুলিশকে তথ্য না দেয়ার মামলা থেকে খালাস পেলেন তাহমিদ হাসিব খান। হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা তদন্তে পুলিশকে তথ্য না দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলাটি করা হয়। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার তাহমিদকে খালাস দিয়ে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান। তিনি কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

গেলো বছরের ৪ আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লকের বাসা থেকে তাহমিদকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় পুলিশকে তথ্য না দেয়ার অভিযোগে ভাটারা থানায় নন প্রসিকিউশন মামলা করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয়।

বিজ্ঞাপন

প্রথমে তাহমিদ হাসিব খানকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। যদিও পরে তাকে এ থেকে অব্যাহতি দেয়া হয়। এর পরে অভিযোগ আনা হয় পুলিশকে তথ্য না দিয়ে অসহযোগিতার।

গেলো ২০ মার্চ মামলার একমাত্র আসামি তাহমিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে গেলো ৬ এপ্রিল রায় ঘোষণার জন্য দিন ঠিক করেন আদালত। কিন্তু ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে ১৬ এপ্রিল ঠিক করা হয়।

এর আগে গেলো ১৪ মার্চ আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে বিচার প্রার্থনা করেন তাহমিদ। তিনি আফতাব বহুমুখী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রহিম খান শাহরিয়ারের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এইচটি/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |