ঢাকারোববার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

অস্ট্রেলিয়া হাইকমিশনে হুমকিদাতা গ্রেপ্তার

আরটিভি অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮ এপ্রিল ২০১৭ , ১১:৫৪ এএম


loading/img

ঢাকায় অস্ট্রেলিয়া হাইকমিশন বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার(ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সীমান্ত। শুক্রবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গেলো ২৫ এপ্রিল সকালে অজ্ঞাত একটি ই-মেইল বার্তায় ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশনকে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। অজ্ঞাত  ই-মেইল থেকে হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আর চাঁদার টাকা না দিলে বোমা মেরে হাইকমিশন উড়িয়ে দেয়া হবে বলে হুমকি দেয়া হয়।

হুমকি পাওয়ার পর থেকে হাইকমিশন কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বিজ্ঞাপন

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |