ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

লংগদুর ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৪ জুন ২০১৭ , ০৩:১৫ পিএম


loading/img

লংগদু যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যাকাণ্ডের জেরে শুক্রবার ওই এলাকার বাড়িঘর ও দোকানে আগুন লাগানোর যে ঘটনা তা ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বিজ্ঞাপন

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লংগদু যুবলীগ নেতা নয়ন হত্যাকাণ্ডের ঘটনায় সেখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ওই অঞ্চলের দোকানপাটে অগ্নিসংযোগ করে কিছু দুষ্কৃতিকারী। এ ঘটনার পরপরই আমাদের নিরাপত্তা বাহিনী ১২ জনকে ধরেছে। বাকিদের তারা খুঁজছে। যারা জড়িত ভিডিও ফুটেজে তার প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেয়া হবে না। এ ঘটনায় অজ্ঞাত ৩০০ জনের নামে মামলা হয়েছে।

বিজ্ঞাপন

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘সবাইকেই ধরার প্রক্রিয়া চলছে। পুলিশ কয়েকটা টিমে ভাগ হয়ে তাদের ধরার চেষ্টা করছে। যে ক’জন সম্পৃক্ত ছিল সবাইকে আমরা ধরতে পারব।

এইচএম/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |