ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

রাজধানীতে ছুরিকাঘাতে ‘গরিবের ডাক্তার’ নিহত

আরটিভি নিউজ

রোববার, ২৭ মার্চ ২০২২ , ১০:৩৮ এএম


loading/img
দন্ত চিকিৎসক বুলবুল হোসেন।। ফাইল ছবি

রাজধানীর শেওড়াপাড়ায় দুর্বৃত্তের হাতে আহমেদ মাহি বুলবুল নামে এক চিকিৎসক খুন হয়েছেন। বয়সে তরুণ এই চিকিৎসক একজন ডেন্টিস্ট ছিলেন। তিনি ‘গরিবের ডাক্তার’ বলে পরিচিতি ছিলেন। অনেক গরিব রোগীদের বিনা খরচে বা অল্প টাকায় চিকিৎসা করাতেন বলে তিনি এমন উপাদি পেয়েছিলেন। 

বিজ্ঞাপন

রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপিলটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ডিসি বলেন, ‘বুলবুল আজ সকাল সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে। এসময় তিনি তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি (সহকারী) এসেছিলেন কিনা সেটা এখনো জানতে পারিনি।’

বুলবুলকে উরুতে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান ডিসি মাহাতাব। ডিসি বলেন, ‘তাকে (বুলবুল) হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।’

রাজধানীর মগবাজারে বুলবুল হোসেনের রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার রয়েছে। তার স্বপ্ন ছিল গরিবের চিকিৎসা দেওয়া। তিনি ‘গরিবের ডাক্তার’ বলে পরিচিতি ছিলেন।

বিজ্ঞাপন

মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমান বলেন, ‘নিহত চিকিৎসকের কাছে ১২ হাজার টাকা এবং দামি মোবাইল ছিল। কিন্তু দুর্বৃত্তরা কিছুই নেয়নি। আমরা এটাকেই সন্দেহের চোখে দেখছি। আশপাশের সিসিটিভি ফুটেজ খোঁজা হচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |