ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ঢাকার বাসস্ট্যান্ডে তৎপর ছিনতাইকারী চক্র, গ্রেপ্তার ২৭

আরটিভি নিউজ

শনিবার, ০৯ এপ্রিল ২০২২ , ১২:২৮ পিএম


loading/img
ছিনতাইকারী চক্রের গ্রেপ্তারকৃত সদস্যরা

ঢাকার ব্যস্ততম বাসস্ট্যান্ডে তৎপর রয়েছে একাধিক ছিনতাইকারী চক্র। তারা সড়কে যাতায়াতকারী ব্যক্তিদের টার্গেট করে ছিনিয়ে নিয়ে যাচ্ছে মূল্যবাদ জিনিসপত্র। সম্প্রতি ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি চক্রের ২৭ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানীর হাজারীবাগ, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর ও শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (৯ এপ্রিল) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।

গ্রেপ্তারকৃতরা হলো- আবদুর রহমান শুভ (২২), ইয়াছিন আরাফাত জয় (১৯), বাবু মিয়া (২৮), ফরহাদ (২১), হৃদয় সরকার (২৪), আকাশ (২০), জনি খাঁন (২২),  রোকন (১৮), মেহেদী হাসান ওরফে ইমরান (২৭), মনির হোসেন (৪১), জুয়েল (২২), জাহাঙ্গীর হোসেন ওরফে মাইকেল (৩৬), আজিম ওরফে গালকাটা আজিম (৩৫), শাকিল ওরফে লাদেন (২৪), ইমন (২২),  রাজিব (২৫), রাসেল (৩২),  মিন্টু মিয়া ওরফে বিদ্যুৎ (৩৯),  মাসুদ (৩০), তাজুল ইসলাম মামুন (৩০), সবুজ (৩০), জীবন (২৫), রিয়াজুল ইসলাম (২৫), মুন্না হাওলাদার (১৯), শাকিল হাওলাদার (২০), ফেরদৌস (২২) ও আবুল কালাম আজাদ (৩৪)।

বিজ্ঞাপন

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লোহার রড, দা, ছোরা, চাকু, চেতনানাশক ট্যাবলেট ও মলম জব্দ করা হয়। 

তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ডাকাতি ও দস্যুতার প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডিবিকে জানিয়েছে, তারা দলবদ্ধভাবে ঢাকা শহরের ব্যস্ততম বাসস্টপিজে অবস্থান করে কোনো ব্যক্তিকে টার্গেট করে। পরবর্তীতে যাত্রীবেশে বাসে উঠে সুযোগ বুঝে টার্গেটকৃত ব্যক্তিকে কৌশলে চেতনানাশক উপাদান প্রয়োগ করে যাত্রীদের অচেতন করে তাদের সাথে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। 

বিজ্ঞাপন

ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, গ্রোপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ ও রেকর্ড অনুসন্ধান করে ২০ জনের বিরুদ্ধে চুরি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ একাধিক মামলা পাওয়া গিয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |