ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

পুলিশ সুপার মিজান হত্যায় গ্রেপ্তার ১

আরটিভি অনলাইন, রিপোর্ট

রোববার, ২৩ জুলাই ২০১৭ , ০১:১৩ পিএম


loading/img

হাইওয়ে পুলিশের সহকারি সুপার মিজানুর রহমান তালুকদার (৫০) হত্যায় জড়িত থাকার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শাহ আলম। শনিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

গেলো ২১ জুন রাজধানীর রূপনগর থানাধীন মিরপুর বেড়িবাঁধের বিরুলিয়া ব্রিজ থেকে প্রায় ৫০০ গজ উত্তরে ঢাকা বোর্ড ক্লাবের সামনে থেকে হাইওয়ে এএসপি মিজানুর রহমান তালুকদারের (৫০) মরদেহ উদ্ধার করে রূপনগর থানা পুলিশ।

ঘটনার পর তার ভাই মো. মাসুম তালুকদার বাদী হয়ে ২১ জুন রাতেই রূপনগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি হত্যা মামালা করেন। পরে ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মামলার তদন্ত ভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) ন্যস্ত করা হয়। এরপর থেকে মামলার তদন্ত করছে ডিবি পুলিশ।

জেবি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |