ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

প্রতিবেদনের পর ডিআইজি মিজানের ব্যবস্থা

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২২ জানুয়ারি ২০১৮ , ০৩:২৮ পিএম


loading/img

অস্ত্রের মুখে বিয়ে করার অভিযোগে ডিআইজি মিজানুর রহমানের বিষয় তদন্ত চলছে। প্রতিবেদন পেলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব।  বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

গেল ১০ জানুয়ারি মিজানুর রহমানকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

বিজ্ঞাপন

মিজানুর রহমানের বিরুদ্ধে এক নারী অভিযোগ করেন, পান্থপথের স্কয়ার হাসপাতালের কাছে তার বাসা। সেখান থেকে কৌশলে গত বছরের জুলাই মাসে তাকে তুলে নিয়ে যান পুলিশ কর্মকর্তা মিজান। পরে বেইলি রোডের তার বাসায় নিয়ে তিনদিন আটকে রাখেন। বগুড়া থেকে তার মাকে ১৭ জুলাই ডেকে আনা হয় এবং ৫০ লাখ টাকা কাবিননামায় মিজানকে বিয়ে করতে বাধ্য করা হয়। পরে লালমাটিয়ার একটি ভাড়া বাড়িতে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে রাখেন মিজান। অথচ মিজান পূর্ব-বিবাহিত।

গেল ১৫ জানুয়ারি ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে কাজ শুরু করেছে তদন্ত কমিটি। তিন সদস্যের কমিটি করা হয়েছে। তাদের বলা হয়েছে সঠিক তদন্ত করে সকল পক্ষের বক্তব্য নিয়ে একটা রিপোর্ট দেয়ার জন্যে। রিপোর্টে যদি কারোর আইন বহির্ভূত কাজ প্রমাণিত হয়, অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এমসি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |