ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

পাওয়া গেছে পলকের হারানো সোয়েটার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ০১:৫৬ পিএম


loading/img
সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কারাগারে নিজের দুটি সোয়েটার হারিয়ে যাওয়ার অভিযোগ করেছিলেন সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। আগামী শীত পর্যন্ত কারাগারে থাকতে হলে সোয়েটার লাগবে বলে জানিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২১ এপ্রিল) সোয়েটার হারানোর কথা গণমাধ্যমকে জানান তার আইনজীবী।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন বলেন, পলকের জামাকাপড় একটি ব্যাগে রাখা ছিল, হারিয়ে যায়নি। মালিক চিহ্নিত না হওয়ায় সেটি ফের স্টোরে রাখা হয়।

বিজ্ঞাপন

তদন্তে জানা যায়, সম্প্রতি কারাগারে পলকের সঙ্গে সাক্ষাৎ করতে যান তার স্ত্রী। এ সময় পলক নিজের কিছু শীতের কাপড় নিরাপত্তারক্ষীর কাছে স্ত্রীর হাতে দেওয়ার জন্য দেন। পরে অসাবধানতাবশত ব্যাগটি পড়ে থাকে। ওই দিন সাক্ষাৎ শেষে কারা রক্ষীরা ব্যাগটি পড়ে থাকতে দেখে তা স্টোররুমে রেখে দেয়।

তবে আদালতে অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে কারা তত্ত্বাবধায়ক বলেন, আলোচনায় থাকার জন্য জুনাইদ আহ্‌মেদ পলক উদ্ভট সব দাবি করে থাকেন। সোয়েটার হারানোর অভিযোগ তারই একটি উদাহরণ। কারাগারে বন্দির কোনো মালামাল হারানোর সুযোগ নেই।

উল্লেখ্য, গত বছরের ১৪ আগস্ট গ্রেপ্তার হন জুনাইদ আহ্‌মেদ পলক। তার বিরুদ্ধে ছয়টি মামলায় মোট ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

বিজ্ঞাপন

আরটিভি/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |