ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

মুসার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল পেছাল

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮ , ০৪:৫০ পিএম


loading/img

শুল্ক ফাঁকি ও সুইস ব্যাংকে টাকা জমা রাখার অস্বচ্ছ হিসাব দাখিলের অভিযোগে ব্যবসায়ী প্রিন্স মুসা বিন শমসেরের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ আগস্ট পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। 

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল করতে পারেনি।

এজন্য ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : বন্দরে ৭৬ লাখ টাকার পণ্য আটকে দিল শুল্ক গোয়েন্দা
--------------------------------------------------------

বিজ্ঞাপন

গত বছরের ৩১ জুলাই গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মো. জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, মুসা ১৭ লাখ টাকা শুল্ক পরিশোধ দেখিয়ে ভুয়া বিল অব এন্টির মাধ্যমে 'রেঞ্জ রোভার' গাড়িটি বেনামে নিবন্ধন করেন। কিন্তু শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে দেখা যায় বিলাসবহুল ওই গাড়ির শুল্ক ছিল ২ কোটি ১৭ লাখ টাকা। এ ছাড়া শুল্ক গোয়েন্দার জিজ্ঞাসাবাদে মুসা লিখিতভাবে জানান, সুইস ব্যাংকে তার ৯৬ হাজার কোটি টাকা আছে। কিন্তু এই টাকার কোনো ব্যাংক হিসাব বা বৈধ উৎস দেখানো হয়নি।

এমসি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |