ইরানের রাজধানী তেহরানে বহুতল বাণিজ্যিক ভবন ধসে ৩০ জন ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো প্রায় ২শ’ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ভবন 'প্লাসকো বিল্ডিং'য়ে আগুন লাগার পর তা নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত হন।
ভবনটির পাশে একটি মুদি দোকানির বরাত দিয়ে স্কাই নিউজ জানায়, ভবন ধসের ঘটনাটি দেখতে ভৌতিক সিনেমার মত ছিল।
এদিকে তেহরান মেডিকেলের মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, প্রায় ২শ’ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
১৯৬২-৬৩ সালে ইরানের ইহুদি ব্যবসায়ী হাবিব এলঘানিয়ান প্লাসকো বিল্ডিংটি তৈরি করেন। ভবনটিতে বেশ কয়েকটি বাণিজ্যিক কার্যালয় ও পরিবারের বসবাস করতো। এর নিচতলা তেহরানের অন্যতম শপিং সেন্টার হিসেবে পরিচিত।
ওয়াই/এমকে