ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

দোষী প্রমাণিত হলে নিষিদ্ধ হবেন সানি

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০১৭ , ০৭:৫৫ পিএম


loading/img

আদালতে যদি আরাফাত সানি দোষী প্রমাণিত হয়, তবে তাকে নিষিদ্ধ করা হবে। জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

বিজ্ঞাপন

মঙ্গলবার নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পাপন বলেন, একটা কথা বলতে পারি, এমন বিষয় বিসিবি কখনো বরদাস্ত করেনি, করবেও না। কেউ যদি এ ধরনের কাজ করে দোষী প্রমাণিত হয়, অবশ্যই সে নিষিদ্ধ হবে। তবে তার আগে অবশ্যই বিষয়টি প্রমাণিত হতে হবে। আগে আদালতে প্রমাণ হোক। একটা নিউজ দেখে তো আমরা নিষিদ্ধ করতে পারি না।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, যারা অন্যায় করেছে তারা শাস্তি পেয়েছে। আগেও যে সমস্ত ঘটনা ঘটেছে, তাতে বিসিবি কিন্তু ছাড় দেয়নি। বিসিবি তাদেরকে অনেক টাকা পর্যন্ত জরিমানা করেছে।

গেলো ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামের তরুণী নিজেকে সানির স্ত্রী দাবি করে তথ্যপ্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন। ২২ জানুয়ারি সকালে আমিনবাজার নিজ বাসা থেকে আরাফাত সানিকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার সানির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

কে/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |