ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আটক ৫

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২০ , ১১:২৬ এএম


loading/img
করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে আটক ৫

করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজ পোর্টালে এমন গুজব ছড়ানোর অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার রাতে রাজধানীর আরামবাগ, মগবাজার ও রমনা থেকে তাদের আটক করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কাউন্সেলিং শেষে তাদের ছেড়ে দেয়া হবে।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ও বিভিন্ন নিউজ পোর্টালে বলা হয়, বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত হয়ে দুজন মারা গেছে। এমন গুজব ছড়ানোর অভিযোগে এই পাঁচজনকে হেফাজতে নেয়া হয়েছে।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |