ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

লিবিয়া ২৬ বাংলাদেশি হত্যায় গ্রেপ্তার আরো ৪ জন

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০৮ জুন ২০২০ , ১০:৫৯ এএম


loading/img
লিবিয়া ২৬ বাংলাদেশি হত্যায় গ্রেপ্তার আরো ৪ জন

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় বাংলাদেশ থেকে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

সোমবার এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

ডিএমপি জানায়, গ্রেপ্তাররা স্থানীয় দালাল, দেশীয় পাচারকারী ও লিবিয়া ক্যাম্পের মালিক। এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুরে সংবাদ সম্মেলন করা হবে।

বিজ্ঞাপন

ওই হত্যার ঘটনায় দেশে গতকাল রোববার (৭ জুন) পর্যন্ত ২২টি মামলা করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের বিভিন্ন ইউনিট।

উল্লেখ্য, লিবিয়ায় গত ২৮ মে ২৬ বাংলাদেশিকে হত্যা করা হয়। এ ঘটনার পর সম্প্রতি এক জরুরি ভিডিও কনফারেন্সে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, যারা আমাদের দেশের নাগরিকদের প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়েছে, যাদের কারণে এই নির্মম মৃত্যু ঘটেছে তাদের একজনকেও ছাড় দেয়া হবে না। দেশে ও বিদেশে যেখানেই লুকিয়ে থাকুক না কেন এদের প্রত্যেককে খুঁজে বের করা হবে।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |