হ্রাসকৃত মূল্যে বিমান টিকিট ও ট্যুর প্যাকেজ থাকছে পর্যটন মেলায়

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ২৯ মার্চ ২০১৭ , ০৪:৩১ পিএম


হ্রাসকৃত মূল্যে বিমান টিকিট ও ট্যুর প্যাকেজ থাকছে পর্যটন মেলায়

হ্রাসকৃত মূল্যে বিমান টিকিট ও আকর্ষণীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা নিয়ে রাজধানীতে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো এসব সুবিধা দিচ্ছে।  

বিজ্ঞাপন

আসছে ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ মেলা  হবে।

বৃহস্পতিবার সকালে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

বুধবার সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে কমিটির চেয়ারম্যান ও দ্যা বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এসব কথা বলেন। দ্যা বাংলাদেশ মনিটর এ মেলার আয়োজন করেছে।  

‘ইউএস বাংলা এয়ারলাইন্স’ মেলার টাইটেল স্পন্সর ও সার্বিক সহায়তা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন দেশের ৫০টির অধিক প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। যার মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিমান , ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, পর্যটন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, অনলাইন বুকিং, পোর্টাল ও অন্যান্য।

বিজ্ঞাপন

সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। মেলার  প্রবেশমূল্য ধরা হয়েছে ৩০ টাকা।

এছাড়া টিকেটে র‌্যাফেল ড্র  রেখেছে আয়োজক প্রতিষ্ঠান।

এমসি/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission