ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ভারত থেকে তেঁতুলের বিচি আমদানি

ডেস্ক রিপোর্ট

রোববার, ০৭ মার্চ ২০২১ , ১২:৪৪ পিএম


loading/img
ফাইল ছবি।

দেশের মানুষ তেঁতুল খেয়ে সাধারণ বিচি ফেলে দিয়ে থাকে। এবার ভারত থেকে সেই তেঁতুল বিচি আমদানি হয়েছে। প্রথমবারের মতো ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে এই তেঁতুল বিচি।

বিজ্ঞাপন

শনিবার (৬ মার্চ) বিকেলে ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে  আমদানি হয়েছে। চট্টগ্রামের উজ্জল শাহ নামের এক আমদানিকারকের তেঁতুল বিচি বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশ করে। পরপরই আরও দুটি তেঁতুল বিচি বোঝাই ট্রাক স্থলবন্দরে প্রবেশ করে।

আরও পড়ুন : 

বিজ্ঞাপন

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি অনিক সরকার জানান, মশার কয়েল তৈরির কাঁচামাল হিসেবে তেঁতুল বিচির চাহিদা থাকায় প্রথমবার এটি আমদানি করা হচ্ছে। দেশের বাজারে ভালো দাম রয়েছে। আমদানিকৃত এসব তেঁতুল বিচি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, এদিন ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৩টি ট্রাকে ৯০ মেট্রিক টন তেঁতুল বিচি আমদানি হয়েছে।

বিজ্ঞাপন

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |