ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ইভ্যালির মালিক গ্রেপ্তার: গ্রাহকের টাকা দেবে কে?

বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১ , ০৫:২৬ পিএম


loading/img
ইভ্যালির মালিক গ্রেপ্তার: আমার টাকা কে দিবে?

ই-কমার্স সাইট ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তারের পর গ্রাহকরা নিজেদের পাওনা নিয়ে হতাশায় পড়েছেন। রাসেলকে গ্রেপ্তার পর এখন গ্রাহকদের পাওনা টাকা কে দেবেন, এমন প্রশ্ন করছেন গ্রাহকরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় র‌্যাব-২ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। রাসেলকে গ্রেপ্তারের সময় গ্রাহকদের ভিড় করছে।

ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল গ্রাহকদের টাকা ফেরত দেয়ার জন্য ছয় মাস সময় চেয়েছেন। কিন্তু আইনশৃ্ঙ্খলা বাহিনী সেই সময় দেয়নি বলে অনেক গ্রাহক বলছেন। 

সিরাজুল ইসলাম নামে এক গ্রাহক বলছেন, ই-কমার্স ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করলেও পরে গ্রাহকদের পাওনা টাকা নিয়ে কোনো ধরনের সমাধান আসে না। তাই ইভ্যালির মালিক রাসেল ৬ মাস সময় চেয়ে ছিল তাকে সময় দেওয়া দরকার ছিল।

ইভ্যালির সিইও’র বাসায় অভিযান চালায় র‌্যাব। এর আগে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও সিইও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গুলশান থানায় প্রতারণা মামলা দায়ের করেন এক গ্রাহক।

একই দিন ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান জানান, গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা মো. আরিফ বাকের এই মামলাটি দায়ের করেছেন।

এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |