ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

বিএটি বাংলাদেশ লিডারশিপ টিমে শেখ শাবাব আহমেদ

আরটিভি নিউজ

রোববার, ০৩ অক্টোবর ২০২১ , ০৬:০৫ পিএম


loading/img
বিএটি বাংলাদেশ লিডারশিপ টিমে শেখ শাবাব আহমেদ

এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান হিসেবে বিএটি বাংলাদেশ লিডারশিপ টিম শেখ শাবাব আহমেদকে অন্তর্ভুক্ত করেছে, যার মধ্যে দিয়ে দেশের করপোরেট সেক্টরে সর্বকনিষ্ঠ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের একজন হিসেবে অধিষ্ঠিত হলেন তিনি।

বিজ্ঞাপন

তার ১৬ বছরের বিএটি বাংলাদেশ কর্মজীবনে তিনি বিভিন্ন ব্যবস্থাপনা এবং নেতৃত্বদানকারী উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যেখানে যুক্তরাজ্যের লন্ডনে বিএটি প্রধান কার্যালয়ে গ্লোবাল রেগুলেটরি এনগেজমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন উল্লেখযোগ্য। 

তিনি ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন(আইবিএ), ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে  ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) সম্পন্ন করেন। তিনি সেন্ট জোসেফ হাইস্কুল, ঢাকা ও নটরডেম কলেজ, ঢাকার একজন সাবেক ছাত্র।

বিজ্ঞাপন

এ বিষয়ে শেখ শাবাব বলেন, ‘বিএটি বাংলাদেশ লিডারশিপ টিমের অংশ হতে পেরে আমি গর্বিত। যেখানে বিএটি বাংলাদেশ বিগত ১১০ বছর ধরে সরকারের একটি গুরুত্বপূর্ণ উন্নয়নে অংশীদার হিসেবে স্বীকৃত। সকলের জন্য একটি সম্ভাবনাময় আগামী নির্মাণে আমরা আমাদের যাত্রা চালিয়ে যেতে চাই।’
পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |