ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

তিন চাকার মিশুকের টায়ার বাজারে আনল রূপসা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ , ০৭:০৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সম্প্রতি তিন চাকা বিশিষ্ট পরিবহন মিশুকের টায়ার উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করে রূপসা টায়ার। বাজারে আনা থ্রি-হুইলার টায়ার বাংলাদেশের পরিবহন সেক্টরে মানসম্মত টায়ারের চাহিদা পূরণ করতে সক্ষম হবে।

বিজ্ঞাপন

একইসঙ্গে পরিবেশবান্ধব এসব টায়ার দুর্ঘটনা মুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়তে সহায়তা করবে। বর্তমানে বাজারে ৭টি ভিন্ন ভিন্ন মডেলের মিশুক টায়ার এখন রূপসার অনুমোদিত ডিলারদের কাছে পাওয়া যাবে। মডেলগুলো হলো ট্রপিক্যাল, বলবান, মেগা, লোড এক্সপার্ট, আলট্রা, নওয়াব,ফ্রি রাইড। এ মুহুর্তে দেশব্যাপী ১২০০ এর বেশি ডিলারের মাধ্যমে টায়ার বাজারজাত করে যাচ্ছে রূপসা।

রূপসার মার্কেটিং ম্যানেজার জনাব দেবাশীষ দাস জানান, টায়ারগুলো ২.৭৫-১৪ সাইজের। প্রতিটি মিশুক টায়ারের নকশা দীর্ঘ স্থায়িত্ব এবং দ্রুতগতির সহায়ক হিসেবে কার্যকর। যা গ্রীষ্ম, বর্ষা এবং শীতসহ সকল ঋতুতে সমান পারদর্শী। উন্নত রাবার ও আধুনিক ফর্মুলা এবং সর্বাধুনিক প্রযুক্তির ব্যাবহারে বাজারে থাকা অন্যান্য টায়ারের চাইতে মজবুত ও টেকসই করতে সহায়তা করেছে। তিনি আরও জানান, আমাদের টায়ারগুলো এমনভাবে তৈরী যাতে পরিবহনগুলো রাস্তার বিভিন্ন মানবসৃষ্ট এবং প্রাকৃতিক প্রতিবন্ধকতা সহজেই মোকাবিলা করতে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৯৯১ সালে, রূপসা টায়ার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড নামে উৎপাদন শুরু করে রিকশা ও সাইকেলের টায়ার এবং টিউব। তিন দশকের বেশি সময় ধরে রূপসার অগ্রযাত্রায় সাইকেল ও রিকশার টায়ার টিউবের সাথে, রূপসার উৎপাদিত পণ্যের তালিকায় যুক্ত হয়, মোটরসাইকেল, ইজিবাইক, মোটর রিকশা, সিএনজি ও মিশুকের টায়ার এবং টিউব।

এ ছাড়াও, ৮০ এর দশকে তাদের বিখ্যাত রূপসা ৭০৭ হাওয়াই চপ্পল দেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পায়। যা রূপসাকে দেশি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে। তারই ধারাবাহিকতায় রূপসা সিএনজি, মিশুক, অটোরিকশার টায়ার উৎপাদন ও বাজারজাতকরণ শুরু করল।

কেইউ/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |