‘এসেছি গড়তে, এসেছি জয় করতে’ স্লোগানে অদম্য বিক্রেতাদের নিয়ে বেঙ্গল সিমেন্ট লিমিটেড আয়োজন করল বিক্রেতা সম্মেলন। বিকেলে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর বাজারে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্ৰহণকারী শ্রেষ্ঠ বিক্রেতাদের মধ্যে র্যাফেল-ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।
বিক্রয়ে অগ্ৰগতি ও সফলতা নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেঙ্গল সিমেন্ট লিমিটেড ঢাকা-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজার ওয়াহিদ-উন-নবী তুহিন। তিনি বলেন, বিক্রেতাদের হাত ধরেই বেঙ্গল সিমেন্ট আজ শক্তিতে এগিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেঙ্গল সিমেন্টের পরিবেশক সৌরভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সম্ভু দাশ। আরও উপস্থিত ছিলেন আবদুল করিম, প্রকৌশলী মো. মোখলেছুর রহমান পারভেজ প্রমুখ।
টিআই