ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

তিন মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

আরটিভি নিউজ

শনিবার, ১২ নভেম্বর ২০২২ , ০৫:৩৯ পিএম


loading/img
ফাইল ছবি

মাত্র এক সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১০০ ডলার বেড়েছে, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর ফলে যেকোনো মুহূর্তে দেশেও সোনার দাম বাড়ানো হতে পারে। 

বিজ্ঞাপন

বিশ্ববাজার পর্যালোচনা করে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১ হাজার ৬৮০ দশমিক ৫৪ ডলার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে একপর্যায়ে সোনার দাম কমে প্রতি আউন্স ১ হাজার ৬৬৬ ডলারে নামে। তবে এরপর ধারাবাহিকভাবে দাম বাড়তে থাকে। কয়েক দফায় দাম বেড়ে সপ্তাহ শেষে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৭৭১ দশমিক শূন্য ৮ ডলারে উঠে এসেছে। এতে সপ্তাহের ব্যবধানে সোনার দাম বেড়েছে ৫ দশমিক ৪০ শতাংশ বা ৯০ দশমিক ৫৪ ডলার। আগের সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম বেড়েছিল ৩৬ ডলার। অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১২৬ ডলার; যা প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে, গত ১৬ আগস্ট প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৭৭০ ডলারের ওপর ছিল।

পাশাপাশি গত সপ্তাহে বিশ্ববাজারে রুপা ও প্লাটিনামের দামেও বড় উত্থান হয়েছে। গত এক সপ্তাহে রুপার দাম ৪ দশমিক ১৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২১ দশমিক ৬৯ ডলারে উঠে এসেছে। আর প্লাটিনামের দাম ৭ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ১ হাজার ২৮ দশমিক ৫৮ ডলারে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারেও দাম বাড়ানোর চিন্তাভাবনা করছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ বিষয়ে শনিবার (১২ নভেম্বর) বৈঠক বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির রয়েছে।

এ বিষয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির সহসভাপতি এনামুল হক ভূঁইয়া লিটন গণমাধ্যমকে বলেন, গত এক সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ১০০ ডলার বেড়েছে। এ বিষয়ে আমরা বৈঠকে বসব। সেখানে দাম পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

 বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮০ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের দাম ৭৬ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৫ হাজার ৫৫২ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫৪ হাজার ৩৫৪ টাকা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |