• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

মোবাইল ব্যাংকিংয়ে এক মাসে দেড় লাখ কোটি টাকা লেনদেন

আরটিভি নিউজ

  ২৭ মার্চ ২০২৩, ১৭:৪৫
প্রতীকী ছবি

চলতি অর্থবছরের সপ্তম মাস অর্থ্যাৎ গত জানুয়ারিতে বিকাশ, নগদের মতো বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে এক লাখ ৫৯৩ কোটি টাকা লেনদেন হয়েছে। একই সময়ে গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৪১ লাখের বেশি। এর মধ্যে প্রায় ছয় কোটি গ্রাহক নিয়মিত লেনদেন করেন।

সোমবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছে ৮৯ হাজার ১৬৯ কোটি টাকা। এরপর আগস্ট মাসে কিছুটা কমে লেনদেন হয় ৮৭ হাজার ৪৪৬ কোটি টাকা, সেপ্টেম্বরে ৮৭ হাজার ৬৩৫ কোটি টাকা, অক্টোবরে ৯৩ হাজার ১৩ কোটি টাকা, নভেম্বরে ৯২ হাজার ১২৫ কোটি এবং ডিসেম্বরে লেনদেন হয়েছিল ৯৬ হাজার ১৩২ কোটি টাকা। আর গত জানুয়ারি মাসে লেনদেন হয়েছে এক লাখ ৫৯৩ কোটি টাকা। এর মধ্যে এমএফএস সেবায় টাকা জমা হয়েছে ৩১ হাজার ২৬০ কোটি টাকা, উত্তোলন হয়েছে ২৮ হাজার ৬৮৮ কোটি টাকা। গ্রাহকদের নিজেদের মধ্যে লেনদেন হয়েছে ২৮ হাজার ৮৯৯ কোটি টাকা, কেনাকাটায় খরচ হয়েছে তিন হাজার ৭৭২ কোটি টাকা। এ ছাড়া একই সময়ে সরকারি ভাতা দেওয়া হয়েছে এক হাজার ১৪৪ কোটি টাকা, বেতন-ভাতা পরিশোধ হয়েছে দুই হাজার ৮৪৯ কোটি টাকা, মোবাইল রিচার্জ করা হয়েছে ৯০৫ কোটি টাকা এবং পরিষেবা বিল দেওয়া হয়েছে এক হাজার ৯৬১ কোটি টাকা।

গত ডিসেম্বর শেষে মোবাইল ব্যাংকিং গ্রাহকের সংখ্যা ছিল ১৯ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৫৭৩টি। জানুয়ারি শেষে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ৪১ লাখ ২৫ হাজার ১৩৭ জনে। সে হিসেবে এক মাসের ব্যবধানে গ্রাহক বেড়েছে ৩০ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

২০১১ সালের মার্চে দেশে প্রথমবারের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস চালু হয়। ডাচ্-বাংলা ব্যাংক প্রথম এ সেবা চালু করে। এরপর বিকাশ, নগদসহ আরও অনেক এমএফএস সেবা চালু হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাকাউন্টে ১৩৪ কোটি টাকা, যে ব্যাখ্যা দিলেন মুন্নী সাহা
সিনথেটিক-ফেব্রিক্স মিশ্রণের জুতা-ব্যাগ রপ্তানিতে নগদ প্রণোদনা ঘোষণা
ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন ৫ দিন বন্ধ থাকবে
সুস্থ সংস্কৃতির বিকাশে বাংলাদেশকে সহযোগিতা করবে ফ্রান্স