• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

আকরিক লোহার দরপতন

আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২৩, ১৬:৩৯
আকরিক লোহার দরপতন

বিশ্বের শীর্ষ ভোক্তা চীনে ইস্পাত উৎপাদন অনেক হ্রাস পেয়েছে। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটি তৈরির মূল উপকরণ আকরিক লোহার মূল্য ব্যাপক নিম্নমুখী হয়েছে। এতে দালিয়ান ও সিঙ্গাপুর এক্সচেঞ্জে আকরিক লোহার দরপতন ঘটেছে।

শুক্রবার (২৮ জুলাই) উভয় বেঞ্চমার্কের দাম কমেছে ৩ শতাংশেরও বেশি। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার দর কমেছে ৩ দশমিক ৫ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম স্থির হয়েছে ৮২৭ দশমিক ৫ ইউয়ান বা ১১৫ দশমিক ৬৫ ডলারে। সিঙ্গাপুর এক্সচেঞ্জ বেঞ্চমার্কের আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার সরবরাহ মূল্য নিম্নগামী হয়েছে ৩ দশমিক ১ শতাংশ। টনপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১০৬ ডলার ৩৫ সেন্টে।

সিঙ্গাপুরভিত্তিক নেভিগেট কম্মোডিটিজের ম্যানেজিং ডিরেক্টর আতিল্লা উইডনেল্ল বলেন, ইতোমধ্যে বাতাসের গুণমান উন্নয়নে চীনে ইস্পাত তৈরির মূল কেন্দ্র তাংশানে উৎপাদন হ্রাসের নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া দেশটির দক্ষিণ উপকূলে টাইফুন ডকসুরির পূর্বাভাস দেওয়া হয়েছে।

তিনি বলেন, এতে সতর্কতা অবলম্বন করেছেন ব্যবসায়ীরা। লৌহ আকরিক কেনা কমিয়ে দিয়েছেন তারা। এতে কঠিন ধাতুটির চাহিদা বেশ কমেছে। স্বাভাবিকভাবেই দর হারিয়েছে এটি।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্যাংকের (এএনজেড) বিশ্লেষকরা বলছেন, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। এতে দেশটির মুদ্রা ডলারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। লৌহ আকরিকের দরপতনের এটিও অন্যতম কারণ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেয়ারবাজারে দরপতনের কারণ অনুসন্ধানে নেমেছে তদন্ত কমিটি
পুঁজিবাজারে টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ
রাজধানীতে অর্ধেকে নেমেছে তরমুজের দাম
বিশ্ববাজারে কমে চলেছে সয়াবিনের দাম