ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

বঙ্গবন্ধু শিল্প পুরস্কার পাচ্ছে ১২ প্রতিষ্ঠান

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৮ আগস্ট ২০২৩ , ০১:৩৩ পিএম


loading/img
ফাইল ছবি

শিল্প খাতে বিশেষ অবদান রাখায় দেশের ১২ প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার দেবে সরকার।

বিজ্ঞাপন

সোমবার (৭ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিল্প মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শিল্প উদ্যোক্তা বা প্রতিষ্ঠানকে শিল্প খাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এবার বৃহৎ শিল্প শ্রেণিতে রানার অটোমোবাইলস, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস ও বিএসআরএম স্টিলস পুরস্কার পাচ্ছে। এর পাশাপাশি মাঝারি শিল্প শ্রেণিতে নিতা কোম্পানি ও নোমান টেরি টাওয়েল মিলস, ক্ষুদ্র শিল্পে হজরত আমানত শাহ স্পিনিং মিলস, বসুমতী ডিস্ট্রিবিউশন ও টেকনো মিডিয়া পুরস্কার পাচ্ছে।

এ ছাড়া হাইটেক শিল্পে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও সুপারস্টার ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কাররের জন্য মনোনীত করা হয়েছে। আর মাইক্রো শিল্পে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং ও কুটিরশিল্পে সামসুন্নাহার টেক্সটাইল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |