• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

বঙ্গবন্ধু শিল্প পুরস্কার পাচ্ছে ১২ প্রতিষ্ঠান

আরটিভি নিউজ

  ০৮ আগস্ট ২০২৩, ১৩:৩৩
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার
ফাইল ছবি

শিল্প খাতে বিশেষ অবদান রাখায় দেশের ১২ প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার দেবে সরকার।

সোমবার (৭ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে শিল্প মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে শিল্প উদ্যোক্তা বা প্রতিষ্ঠানকে শিল্প খাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

এবার বৃহৎ শিল্প শ্রেণিতে রানার অটোমোবাইলস, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস ও বিএসআরএম স্টিলস পুরস্কার পাচ্ছে। এর পাশাপাশি মাঝারি শিল্প শ্রেণিতে নিতা কোম্পানি ও নোমান টেরি টাওয়েল মিলস, ক্ষুদ্র শিল্পে হজরত আমানত শাহ স্পিনিং মিলস, বসুমতী ডিস্ট্রিবিউশন ও টেকনো মিডিয়া পুরস্কার পাচ্ছে।

এ ছাড়া হাইটেক শিল্পে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ও সুপারস্টার ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কাররের জন্য মনোনীত করা হয়েছে। আর মাইক্রো শিল্পে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং ও কুটিরশিল্পে সামসুন্নাহার টেক্সটাইল।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিসিবি ঘোষিত পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা
ক্রীড়া মন্ত্রণালয় থেকে পুরস্কারের অর্থ বুঝে পেলেন সাবিনারা
সাফজয়ী নারীদের জন্য দেড় কোটি টাকা পুরস্কার ঘোষণা বাফুফের
৪৫০০ ইঁদুর মেরে পুরস্কার পেলেন কৃষক গনি আহম্মদ