ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

এবার হোমল্যান্ডের বিশ্বজিৎকে অপসারণ

আরটিভি নিউজ

রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ , ০৭:৪৮ পিএম


loading/img

বীমা কোম্পানির ব্যবস্থাপনা পর্যায়ের শীর্ষ পদে একের পর এক কর্মকর্তার পতন ঘটছে। কয়েক দিন আগে স্বদেশ লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন শাহীনকে অব্যাহতি দেওয়া হয়েছিল। এবার হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মন্ডলকে অপসারণ করা হয়েছে। এখন দুটি প্রতিষ্ঠানেরই পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিবর্তন হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

গত ২১ সেপ্টেম্বর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরীর স্বাক্ষর করা এক চিঠিতে বিশ্বজিৎকে অপসারণ করা হয়। চিঠিতে বিশ্বজিৎ কুমার মন্ডল নিরীক্ষক ফার্মকে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যাদি প্রদান না করায় কোম্পানির আর্থিক বিষয়াদি-প্রিমিয়াম আয়, ব্যয়, বীমা দাবি পরিশোধ ইত্যাদি সম্পর্কে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি বলে অভিযোগ তোলা হয়। 

এদিকে জানা গেছে, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কর্মসূচিতে শিগগিরই বীমা কোম্পানির আরও কয়েকজন প্রধান নির্বাহীর উইকেট পড়ে যেতে পারে।

বিজ্ঞাপন

হোমল্যান্ডের কর্মকর্তাকে অপসারণ প্রসঙ্গে আইডিআরএ’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী বলেন, ওই কর্মকর্তা কাগজপত্র লুকিয়ে রেখে আমাকে যদি কাজ করতে না দেয়, তাহলে তো অপসারণ করতেই হবে। সে ক্ষমতা আমাকে আইনে দেওয়া আছে।

এদিকে গত ২১ আগস্ট কারণ দর্শানোর জবাবে হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. বিশ্বজিৎ কুমার মন্ডল জানান, বিশেষ নিরীক্ষার সময়কালে (২০১৮-২০২০) তিনি কোম্পানিটিতে ছিলেন না। তিনি কোম্পানিতে যোগদান করেন ২০২২ সালের ২৪ মে। 

তিনি বলেন, এটা তো আমার অনিয়ম বা ভুল নয়; সুতরা আমার বিরুদ্ধে পূর্বসূরীদের অনিয়ম গোপনের অভিযোগ থাকতেই পারে না। বরং আমি দিনরাত পরিশ্রম করে নিরীক্ষকদের তথ্য ও উপাত্ত সরবরাহ করেছি।

বিজ্ঞাপন

জানা গেছে, এ মাসেই হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সাধারণ সভাসহ ৩টি সভা বসছে। সভায় পর্ষদ ও ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসছে। চেয়ারম্যান হিসেবে দুইজনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন- আবদুর রাজ্জাক ও জামাল উদ্দিন মোকাদ্দেস। তাদের মধ্যে সিলেটের একজন পরিচালক যিনি বাইরে থেকে কলকাঠি নেড়ে আসছেন বলে অভিযোগ। যিনি নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের বড় একজন কর্মকর্তার একই বিদ্যালয়ের প্রায় সমমনা শিক্ষার্থী। যে পরিচালকের প্রতি সে কর্মকর্তার সুদৃষ্টি রয়েছে বলে অভিযোগ।

অন্যদিকে স্বদেশ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন শাহীনকে অপসারণের পর চেয়ারম্যানের মৌখিক নির্দেশে কিছুদিন আগে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হোসেন মোল্লাকে এমডির (চলতি দায়িত্ব) দায়িত্ব দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, নারায়ণগঞ্জের এক প্রভাবশালী এক নেতার আর্শীবাদপুষ্ট হয়ে যমুনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে কাজ করেন জাহাঙ্গীর হোসেন মোল্লা। পরে অনিয়ম ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে সেখান থেকে অপসারাণ হওয়ার পর দীর্ঘদিন তিনি বীমা পেশা থেকে বিরত ছিলেন। পরে জাহাঙ্গীরকে স্বদেশ লাইফে নিয়োগ দিয়ে পুনর্বাসিত করেন শাহীন। প্রতিষ্ঠানটি থেকে তিনি বিদায় নিলেও বাহির থেকে কলকাঠি নাড়ছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির অবস্থা খুবই শোচনীয়।

এ বিষয়ে স্বদেশ লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান মাকসুদুর রহমানকে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আর কোম্পানিটির এমডি হিসেবে দায়িত্বপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন মোল্লাকে ফোন করলে জানান, তিনি অসুস্থ, অফিসে গিয়ে কথা বলবেন। কিন্তু পরে আর তিনি ফোন করেননি।

এদিকে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শিগগিরই কোম্পানিটিতে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |