ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

এসএমসির নতুন ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির

আরটিভি নিউজ

সোমবার, ০২ অক্টোবর ২০২৩ , ১১:০৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান সায়েফ নাসির। এর আগে তিন শীর্ষ স্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠান-বৃটিশ আমেরিকান টোব্যাকো, টেট্রাপ্যাক এবং হাইডেল বার্গ সিমেন্টসহ স্বনামধন্য স্থানীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। এছাড়াও তার বিভিন্ন ধরণের শিল্প খাতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

বিজ্ঞাপন

সায়েফ নাসির বিগত দুই দশকের অধিক সময় ধরে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে মার্কেটিং ওসেলস, জেনারেল ম্যানেজমেন্ট, পিপল ডেভেলপমেন্ট ও প্রডাক্ট ম্যানেজমেন্ট-এ নেতৃত্ব দিয়েছেন। একই সময়ে বিজনেস ট্রান্সফরমেশন ও ডেভেলপমেন্টের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও স্থায়ী উন্নয়নের পাশাপাশি উজ্জীবিত টিম গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হতে এমবিএ-তে স্নাতকোত্তর ডিগ্রি নেন সায়েফ নাসির। পরে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |