ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

পেঁয়াজের কেজি ৮৫ টাকা!

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ , ০৭:০৭ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

পেঁয়াজের কেজি ৮৫ টাকা। মাইকিং করে ডাকা হচ্ছে ক্রেতা, কিনছেন হুমড়ি খেয়ে। কুমিল্লা নগরীর চকবাজারের ঘটনা এটি।    

বিজ্ঞাপন

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে ৮৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু হলে ক্রেতাদের ভিড় লেগে যায়।

গত কয়েক দিন ধরে ১৮০ থেকে ২০০ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছিল। হঠাৎ ৮৫ টাকায় কিনতে পেরে খুশি ক্রেতা। একেকজন কিনছেনও চার-পাঁচ কেজি করে।

বিজ্ঞাপন

আবুল হোসেন নামে এক ক্রেতা বলেন বলেন, হঠাৎ করেই ২০০ টাকা হওয়ায় বিপাকে পড়েছিলাম। আজ ৮৫ টাকা করে বিক্রি হচ্ছে তাই পাঁচ কেজি কিনেছি।  

গত কয়েক দিন ধরে কুমিল্লায় পেঁয়াজ বিক্রি হচ্ছিল ২০০ থেকে ২১০ টাকা কেজিদরে। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির খবর গণমাধ্যমে এলে নড়েচড়ে বসে কুমিল্লা জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর। এরপর জরুরি সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। অনুষ্ঠিত মিটিংয়ে পেঁয়াজের দাম ১০০ টাকার নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীরা। 

এরপর বুধবার (১৩ ডিসেম্বর) সকালে কুমিল্লা ভোক্তা অধিদপ্তরের অভিযান শুরু হয়। অভিযান শেষ হওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী নগরীর পাইকারি বাজার বলে পরিচিত চকবাজারের ব্যবসায়ীরা মাইকিং করে ৮৫ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |