ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

গোল্ডেন সনের বন্ড লাইসেন্স বাতিল, ৩০ কোটি টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ০৮ নভেম্বর ২০১৭ , ০৩:২৭ পিএম


loading/img

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেডের বন্ড লাইসেন্স বাতিল করা হয়েছে। বন্ড সুবিধার অপব্যবহার করার অভিযোগে কোম্পানির এ লাইসেন্স বাতিল করা হয়। একইসঙ্গে কোম্পানিটিকে ৩০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, দি কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ অনুযায়ী, কাস্টম বন্ড কমিশনারেট গোল্ডেন সনকে মোট ৪৩ কোটি ২৯ লাখ ১ হাজার ৮১১ টাকা অর্থদণ্ড দিয়েছে। কিছু শর্ত ভঙের কারণে এর মধ্যে ৩০ কোটি টাকা আর্থিক অর্থদণ্ড।

বিজ্ঞাপন

আর অবৈধ অপসারিত কাঁচামালের প্রযোজ্য শুল্ককর হিসেবে ১০ কোটি ৪৪ লাখ ১৫ হাজার ৯১৩ টাকা এবং অবৈধ অপসারণের উদ্দেশ্যে মজুদকৃত কাঁচামালের শুল্ক কর হিসেবে ২ কোটি ৮৪ লাখ ৮৫ হাজার ৮৯৭ টাকা দিতে হবে।

গেলো ২৯ অক্টোবর কমিশনারেট এই আদেশ জারি করে। কোম্পানিটিকে পরবর্তী ১৫ দিনের মধ্যে এই অর্থ সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে।

এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |