ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

গুরুতর আহত নির্মাতা শিবপ্রসাদ মুখার্জি

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ এপ্রিল ২০২৪ , ০৭:৪২ পিএম


loading/img
শিবপ্রসাদ মুখার্জি

শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা শিবপ্রসাদ মুখার্জি। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ‘বহুরূপী’ সিনেমার শুটিং সেটে কোমরে গুরুতর আঘাত পান তিনি।  

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, গত কয়েক দিন ধরে কলকাতার ব্যারাকপুরে ‘বহুরূপী’ সিনেমাটির শুটিং চলছে। গতকাল ফ্লোরে শিবপ্রসাদ ও অভিনেতা আবীর চ্যাটার্জি শুটিং করছিলেন। থ্রিলার ঘরানার সিনেমাটিতে একাধিক অ্যাকশন দৃশ্য এবং স্ট্যান্ট রয়েছে। 

বিজ্ঞাপন

অন্য একজন অভিনেতার সঙ্গে অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল শিবপ্রসাদের। উঁচু থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য ছিল। তখনই সহ-অভিনেতার ধাক্কায় কোমরে গুরুতর চোট পান তিনি।  

সিনেমাটির ইউনিটের একটি সূত্র জানায়, শিবপ্রসাদকে আপাতত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে বাকি অভিনেতাদের নিয়ে সিনেমাটির শুটিং চলছে। 

প্রসঙ্গত, যৌথভাবে ‘বহুরূপী’ সিনেমাটি নির্মাণ করছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ। কলকাতার আগে বোলপুরে সিনেমাটির বড় অংশের শুটিং শেষ করেছেন তারা। সিনেমাটির মূল চরিত্রে দেখা যাবে আবীর এবং ঋতাভরী চক্রবর্তী। আগামী পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।  

বিজ্ঞাপন
Advertisement

সূত্র : জি বাংলা

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |