ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সুইজারল্যান্ড থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ , ০৭:৪৪ পিএম


loading/img
ফাইল ছবি।

সুইজারল্যান্ডের টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৫৮৩ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ৫২৮ টাকার এক কার্গো এলএনজি কিনতে যাচ্ছে সরকার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

এর আগে, গত ৩ জুলাই ৬০৯ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৮৯৭ টাকা দিয়ে এক কার্গো এলএনজি আমদানি ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞাপন

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া বৈঠকে বিশ্বের সাতটি দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে আগামী ৬ মাসের জন্য ১৬ হাজার ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকার ১৮ লাখ টন পরিশোধিত তেল প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |