• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

নীতি সুদহার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক, কার্যকর যেদিন থেকে  

আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪২
নীতি সুদহার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক, কার্যকর যেদিন থেকে  
ফাইল ছবি

মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে নতুন নীতি সুদহার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত অনুযায়ী, নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯ শতাংশ থেকে ৯.৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি ডিপার্টমেন্ট (এমপিডি)। আগামীকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকেই এই নতুন নীতি সুদহার কার্যকর হচ্ছে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৫ আগস্ট অনুষ্ঠিত মনিটারি পলিসি কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত সংকোচনমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে।

এছাড়া, ব্যাংকগুলোর তারল্য ব্যবস্থাপনা উন্নত করার জন্য স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) নীতি সুদহার ১০.৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১১ শতাংশ করা হয়েছে। একইভাবে, স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) সুদহার ৭.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে।

নতুন সিদ্ধান্তের বিষয়ে একটি নির্দেশনা ইতোমধ্যে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গত ২৩ সেপ্টেম্বর গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, চলতি সপ্তাহে নীতি সুদহার বাড়ানো হবে এবং পরের মাসে এটি আরও কিছুটা বাড়ানো হতে পারে।

এর আগে সবশেষ ২৫ আগস্ট নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে ৯ শতাংশ করেছিল বাংলাদেশ ব্যাংক।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কয়েন নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ
তিন মাসে অন্তর্বর্তী সরকার কার্যকর ভূমিকা রেখেছে: ফখরুল
অন্তর্বর্তী সরকারই নতুন সংবিধান কার্যকর করবে: মাহফুজ আলম