• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

জুলাই-আগস্টে বাণিজ্য ঘাটতি কমেছে ১০ শতাংশ

আরটিভি নিউজ

  ০৯ অক্টোবর ২০২৪, ১৪:০১
জুলাই-আগস্টে বাণিজ্য ঘাটতি কমেছে ১০ শতাংশ
ফাইল ছবি

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশের বাণিজ্য ঘাটতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশ কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুসারে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্টে দেশের বাণিজ্য ঘাটতি ছিল দুই দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল তিন দশমিক শূন্য চার বিলিয়ন ডলার। অর্থাৎ, ২৯০ মিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি কমেছে এ বছর।

আমদানি খরচ কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি বৃদ্ধির কারণেই এমনটা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগের বছরের একই সময়ের তুলনায় এবার আমদানি খরচ এক দশমিক দুই শতাংশ কমে ৯ দশমিক ৯১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিপরীতে চলতি অর্থবছরের দুই মাসে রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আড়াই শতাংশ বেড়ে সাত দশমিক ১৬ বিলিয়ন ডলার হয়েছে।

আমদানি খরচের ভারসাম্যের আরেকটি উল্লেখযোগ্য কারণ, গত দুই মাসে রেমিট্যান্স বেড়ে যাওয়ায় দেশের চলতি হিসাব ইতিবাচক হয়েছে।

এছাড়া গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত চলতি হিসাবের উদ্বৃত্ত ১১১ মিলিয়ন ডলারে পৌঁছেছে। গত অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৬১০ মিলিয়ন ডলার।

তবে আর্থিক হিসাব নেতিবাচক রয়ে গেছে এখনও। জুলাই-আগস্টে ঘাটতি কমে দাঁড়িয়েছে ১৪৫ মিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে যা ছিল এক দশমিক ৩৩ বিলিয়ন ডলার।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ
জুলাই আন্দোলন হলো বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি: উপদেষ্টা ফারুকী
জুলাই-আগস্টে নিহতদের ছাড়া কারও প্রতি দায়বদ্ধতা নেই: জ্বালানি উপদেষ্টা
মুক্তিযুদ্ধ নিয়ে দলীয়করণ হয়েছে, জুলাই অভ্যুত্থান নিয়ে যেন না হয়: নাহিদ