• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

৫০ হাজার টন গম কিনবে সরকার

আরটিভি নিউজ

  ০৬ নভেম্বর ২০২৪, ১৭:১৩

২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-১ এর আওতায় ৫০ হাজার টন গম কিনবে সরকার। প্রতি টনের মূল্য ধরা হয়েছে ৩০১ দশমিক ৩৮ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ১৮০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা।

বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে এ সম্পর্কিত প্রস্তাবসহ মোট ১১টি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে, প্রতি কেজি ১২০ দশমিক নয় শূন্য টাকায় ৫ হাজার টন চিনি কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে।

২০২৪-২০২৫ অর্থবছরে কাতার থেকে চতুর্থ লটের ৩০ হাজার টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার কিনবে সরকার, প্রতি টনের দাম পড়বে ৩৮৯ দশমিক ছয় সাত মার্কিন ডলার। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজিও কিনবে সরকার, যথাক্রমে প্রতি ইউনিটের দাম ১৩ দশমিক এক এক এবং ১৩ দশমিক চার সাত মার্কিন ডলার।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, অর্থের জোগান পর্যাপ্ত রয়েছে বলে কেনাকাটায় সমস্যা হবে না। বৈঠকে কেনাকাটার লক্ষ্যমাত্রা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে, যেন মজুত বা উদ্বৃত্ত বেশি থাকে।

কেনাকাটার ক্ষেত্রে বেসরকারি মাধ্যম ও উৎসকেও উৎসাহিত করা হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, দাম এমনভাবে নির্ধারণ করতে হবে যেন কৃষক ও ভোক্তারা সন্তুষ্ট থাকেন।

আরটিভি/একে/এসএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধান-চাল কেনায় নতুন মূল্য নির্ধারণ
২৯ সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল, সিপিজের উদ্বেগ
বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সি মালিকদের হজ প্যাকেজ ঘোষণা
আদানির সঙ্গে চুক্তি বাতিল চেয়ে সরকারকে নোটিশ