মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মতিউল হাসান। এর আগে তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা ছিলেন।
শনিবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
১৯৮৪ সালে আইএফআইসি ব্যাংকে অবেক্ষাধীন কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন মতিউল হাসান। ব্যাংকটির বিভিন্ন শাখা, শাখা কার্যালয় ও স্থানীয় কার্যালয়ে কাজ করেছেন তিনি। আইএফআইসি ব্যাংকের পাকিস্তান শাখাগুলোতে গুরুত্বপূর্ণ পদে এবং নেপাল বাংলাদেশ ব্যাংকে (আইএফআইসির যৌথ উদ্যোগ) ডিএমডি হিসেবেও কাজ করেছেন তিনি।
মতিউল হাসান মার্কেন্টাইল ব্যাংকে ডিএমডি পদে যোগ দেন ২০১৪ সালে। কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
এ ছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেন এবং ইনস্টিটিউট অব ব্যাংকার্স পাকিস্তানের একজন অ্যাসোসিয়েট।
মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নবনিযুক্ত এমডি মতিউল হাসানকে আরটিভির পক্ষ থেকে জিএম (সেলস /মার্কেটিং) সুদেব চন্দ্র ঘোষ ও এসিটেন্ট ম্যানেজার এমএসআই কাজল ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের করপোরেট এফিয়ার্স ডিভিশনের পিআরও মো. আবদুল হামিদ সোহাগ ও ভাইস প্রেসিডেন্ট মো. মুকিতুল কবির।
আরটিভি/এসএইচএম/এআর