• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

সর্বকালের সর্বোচ্চ দামে বিটকয়েন, জানা গেল কারণ

আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৪:১০

প্রতিদিনই রেকর্ড ভাঙছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর থেকেই এর দাম বাড়ছে। বর্তমানে এটি ১ লাখ মার্কিন ডলারে ছাড়িয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এতে বলা হয়, চলতি বছর বিটকয়েনের মূল্য দ্বিগুণের বেশি বেড়েছে এবং ট্রাম্পের নির্বাচনী বিজয়ের পর চার সপ্তাহে প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই নির্বাচনে ক্রিপ্টো-বান্ধব একাধিক আইনপ্রণেতা মার্কিন কংগ্রেসে নির্বাচিত হয়েছেন।

বিটকয়েন সর্বশেষ ১ লাখ ২৭ ডলারে লেনদেন হয়েছে। তার আগের সেশনের তুলনায় ২ দশমিক ২ বেশি শতাংশ। অবশ্য এর আগে একই দিন এটি সর্বোচ্চ ১ লাখ ২৭৭ ডলারে পৌঁছেছিল।

মার্কিন ক্রিপ্টো প্রতিষ্ঠান গ্যালাক্সি ডিজিটালের প্রতিষ্ঠাতা ও সিইও মাইক নভোগ্রাটজ বলেন, আমরা একটি যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী হচ্ছি। চার বছরের রাজনৈতিক অচলাবস্থার পর বিটকয়েন ও পুরো ডিজিটাল সম্পদ ইকোসিস্টেম আর্থিক মূলধারায় প্রবেশের দ্বারপ্রান্তে রয়েছে। এই গতি চালিত হচ্ছে প্রাতিষ্ঠানিক গ্রহণযোগ্যতা, টোকেনাইজেশন ও পেমেন্ট প্রযুক্তির অগ্রগতি এবং আরও স্পষ্ট নিয়ন্ত্রক পথের মাধ্যমে।

হংকংভিত্তিক স্বাধীন ক্রিপ্টো বিশ্লেষক জাস্টিন ডি’অ্যানেথান বলেন, বিটকয়েনের দাম ১ লাখ অতিক্রম করা শুধু একটি মাইলফলক নয়; এটি অর্থনীতি, প্রযুক্তি ও ভূরাজনীতির পরিবর্তিত প্রবণতার প্রমাণ। একসময় যা কল্পনা বলে প্রত্যাখ্যাত হয়েছিল, আজ তা বাস্তব হয়ে দাঁড়িয়েছে।

ব্লকচেইন প্রযুক্তির ওপর ভিত্তি করে ক্রিপ্টো মুদ্রার একটি বিকেন্দ্রীভূত সিস্টেম হলো বিটকয়েন। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তার মাধ্যমে এটির দাম ওঠানামা করে।

আরটিভি/এআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়