নতুন নোটে জুলাই বিপ্লবের গ্রাফিতির অনুমোদন, বাজারে আসবে যখন
নতুন নোট জুলাই বিপ্লবের সময় সরকার পতনের দাবি সংবলিত বিভিন্ন গ্রাফিতি ও ধর্মীয় স্থাপনার ছবি সংযুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ঈদুল আজহার আগে এসব নোট বাজারে আসতে পারে।
রোববার (৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের ৪৩৮তম বোর্ড সভায় নকশা পরিবর্তন অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন নোটের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন টাকা ছাপাতে কাজ চলছে। বঙ্গবন্ধুর ছবিটি বাদ যেতে পারে। সবকিছু চূড়ান্ত হলে বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজটি করবে দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ঈদুল আজহার আগে জুলাই বিপ্লবের গ্রাফিতিযুক্ত নোট বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
৪৩৮তম বোর্ড সভার বিষয়ে হুসনে আরা শিখা গণমাধ্যমকে জানান, রোববার বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এবি ব্যাংকসহ অন্যান্য কোনো ব্যাংকের জরিমানা মওকুফ করা হয়নি। অগ্রণী ব্যাংকে ব্যাংক কোম্পানি আইনের ১০৯ ধারার ১১ উপধারা অনুযায়ী জরিমানা আরোপের অনুমেদান পেয়েছে। সাধারত ৩ লাখ থেকে ৩০ লাখ পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।
সভায় সীমান্ত ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহের সময়সীমা চলতি বছরের ডিসেম্বরের পরিবর্তে জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে, যোগ করেন তিনি।
আরটিভি/এসএপি-টি
মন্তব্য করুন