আগামী বাজেটে করের চাপ থেকে সুরক্ষা পাবে গরিব মানুষ: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গরিব মানুষকে করের চাপ থেকে সুরক্ষা দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বেক্সিমকো গ্রুপকে টাকা দেওয়া হয়েছে মানবিক কারণে। না হলে শ্রমিকদের বেতন দিতে পারত না। যে চুরি করেছে তাকে শাস্তি দিতে হবে। শ্রমিকদের কষ্ট দেওয়া যাবে না।
তিনি বলেন, ব্যবসায়ীরা শুধু ফাঁকফোকর খোঁজে। ঠিকমতো কর দেওয় না। ৫০ কোটি টাকা ব্যবসা করে ৪ কোটি টাকা ট্যাক্স দিতে চায় না।
আরটিভি/এমএ-টি
মন্তব্য করুন
আজকে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
স্বর্ণ যেহেতু আমদানিকৃত একটি উপাদান সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে স্বর্ণের দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করতে থাকে। এই দাম বাজুস কর্তৃক সঠিকরূপে নির্ধারণ করা হয়ে থাকে। বাংলাদেশে স্বর্ণের দাম কত চলছে সে সম্পর্কে জানতে আগ্রহী সকলকে ২০ নভেম্বর ২০২৪ তারিখের পণ্যটির দাম জানানো হলো।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক আবারও নতুন করে নির্ধারিত হয়েছে বাংলাদেশে বিভিন্ন ক্যারেট স্বর্ণের মূল্য। আমদানিকৃত বস্তু হিসাবে উক্ত নির্ধারিত দাম অনুযায়ী বাংলাদেশের স্বর্ণের দাম কমেছে।
আজকে স্বর্ণের দাম
২২ ক্যারেট ১ লাখ ৩৭ হাজার ৪৯৯ টাকা।
২১ ক্যারেট ১ লাখ ৩১ হাজার ১৯৭ টাকা।
১৮ ক্যারেট ১ লাখ ১০ হাজার ৬২ টাকা।
সনাতন পদ্ধতিতে ৯০ হাজার ২৮৬ টাকা।
আরটিভি/এসএপি
বড় পতনের পর স্বর্ণের দামে বড় লাফ
বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতনের পর বড় উত্থানের ঘটনা ঘটেছে। দুই সপ্তাহ আগে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে প্রায় ১২২ ডলার কমে। এরপর গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১৫৩ ডলারের বেশি। বিশ্ববাজারের সঙ্গে সঙ্গে দেশের বাজারেও মূল্যবান ধাতুটির দামে অস্থিরতা দেখা দিয়েছে। চলতি নভেম্বরের ২৩ দিনে দেশের বাজারে ৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
গত সপ্তাহে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হলেও তা বিশ্ববাজারের তুলনায় কম। এক সপ্তাহের মধ্যে টানা দুই দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়েছে ৪ হাজার ৯৩৪ টাকা। আগের সপ্তাহে ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা দাম কমানো হয়েছিল।
গত ৩০ অক্টোবর প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ২ হাজার ৭৮৯ ডলার হয়। এরপর বাংলাদেশে ২০, ২৩ ও ৩১ অক্টোবর টানা তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়, যা দেশের বাজারে ইতিহাস হয়। ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা হয়। এরপর গত ৩১ অক্টোবর থেকে স্বর্ণের দামে পতন হওয়া শুরু হয়। কয়েক দফা কমে গত ১৪ নভেম্বর মূল্যবান ধাতুটির প্রতি আউন্সের দাম ২ হাজার ৫৪৭ দশমিক ১০ ডলারে নামে। দেশের বাজারেও গত ৫ থেকে ১৫ নভেম্বরের মধ্যে চার দফায় স্বর্ণের দাম ৯ হাজার ১৭ টাকা কমানো হয়।
বিশ্ববাজারে ফের স্বর্ণের দাম বাড়ার প্রবণতা দেখা দিয়েছে। গত সপ্তাহ শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ২ হাজার ৭১৫ দশমিক ৮৫ ডলারে দাঁড়িয়েছে। সপ্তাহের শুরুতে তা ছিল ২ হাজার ৫৬২ দশমিক ৫৪ ডলার। সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে ১৫৩ দশমিক ৩১ ডলার। প্রতি ডলার ১২০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় তা ১৮ হাজার ৩৯৭ টাকা বেড়েছে। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে গত ২০ ও ২২ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম ৪ হাজার ৯৩৪ টাকা বাড়ানো হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে। সংগঠনটির পক্ষে স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি।
এই কমিটির এক সদস্য বলেন, ‘বিশ্ববাজারে স্বর্ণের বাড়লে কিংবা কমলে, দেশের বাজারে সমন্বয় করা হয়। তবে বিশ্ববাজারে স্বর্ণের দামে যে ব্যাপক অস্থিরতা বিরাজমান তাতে বাজার পরিস্থিতি অনুমান করা খুব কঠিন হয়ে পড়েছে। সবশেষ বিশ্ববাজারে যে পরিস্থিতি দেখা গেছে, তাতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়তে পারে। কারণ, গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৫০ ডলার বেড়েছে।’
বর্তমানে দেশের বাজারে স্বর্ণের দাম
গত ২১ নভেম্বর স্বর্ণের দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরটিভি/এসএপি/এস
আজকে স্বর্ণের দাম (২৪ নভেম্বর)
স্বর্ণ যেহেতু আমদানিকৃত একটি উপাদান সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে স্বর্ণের দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করতে থাকে। এই দাম বাজুস কর্তৃক সঠিকরূপে নির্ধারণ করা হয়ে থাকে। বাংলাদেশে স্বর্ণের দাম কত চলছে সে সম্পর্কে জানতে আগ্রহী সকলকে ২৪ নভেম্বর ২০২৪ তারিখের পণ্যটির দাম জানানো হলো।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। স্বর্ণের নতুন দাম কার্যকর হবে রোববার (১৪ নভেম্বর) থেকে।
আজকে স্বর্ণের দাম
২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৩৯৫ টাকা।
প্রতি ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৬৪৫ টাকা।
আরটিভি /এএ
তিন দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম
টানা তিন দফা বাড়ানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, সবশেষ গত ২৩ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৬৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছে গত ২৪ নভেম্বর থেকে। আর চলতি মাসের গত ২২ ও ১৯ নভেম্বরও দেশে বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। এছড়া গত ১৪, ১২, ৭ ও ৪ নভেম্বর দাম কমানো হয়েছিল।
আরটিভি /এএ
স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর
দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
নতুন এই দাম আজ (২৬ নভেম্বর) থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বাজুস। গতকাল (২৫ নভেম্বর) সোমবার রাতে সংগঠনটি এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯৪ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, সবশেষ গত ২৩ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২৬৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৫ হাজার ৮০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৩৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৬৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছে গত ২৪ নভেম্বর থেকে। আর চলতি মাসের গত ২২ ও ১৯ নভেম্বরও দেশে বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। এছড়া গত ১৪, ১২, ৭ ও ৪ নভেম্বর দাম কমানো হয়েছিল।
আর চলতি মাসের গত ২২ ও ১৯ নভেম্বরও দেশে বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। এ ছাড়া গত ১৪, ১২, ৭ ও ৪ নভেম্বর দাম কমানো হয়েছিল। এছাড়া, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ৩১ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২২ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।
আরটিভি/এআর-টি
যে দুই কারণে হঠাৎ স্বর্ণের দরে বড় পতন
টানা তিন দফা বাড়ানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি সইয়ের সম্ভাবনার খবর এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন ট্রেজারি সেক্রেটারি হিসেবে স্কট বেসেন্টকে মনোনীত করে ঘোষণা দেওয়ার পরপরই নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়।
স্থানীয় সময় সোমবার (২৫ নভেম্বর) দুপুর ২টা ১ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ৩.৪ শতাংশ কমে ২,৬১৯ দশমিক ৬৬ ডলারে নেমে আসে, যা ৭ জুনের (১৭২ দিন) পর সবচেয়ে বড় দৈনিক পতন। ইউএস গোল্ড ফিউচারস ৩.৫ শতাংশ কমে ২,৬১৮ দশমিক ৫০ ডলারে স্থির হয়। গত সপ্তাহের টানা ঊর্ধ্বগতির পর ক্রেতাদের আগ্রহে ভাটা নামায় স্বর্ণের বাজারে বেচাবিক্রি কমে যায়। খবর রয়টার্সের।
ট্রেজারি সেক্রেটারি পদে স্কট বেসেন্টের মনোনয়ন যুক্তরাষ্ট্রের ঝুঁকির প্রিমিয়াম কমিয়ে দিয়েছে, এমন মন্তব্য করেছেন টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজিস্ট ড্যানিয়েল ঘালি।
এর চেয়েও বড় কথা, ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের অবসান ঘটাতে একটি চুক্তির শর্ত নিয়ে একমত হয়েছে ইসরায়েল ও লেবানন, এ খবরে স্বর্ণের দাম আরও নিচে নেমে যায়, তিনি যোগ করেন।
ঐতিহ্যগতভাবে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয় স্বর্ণ। এর মধ্যে রয়েছে প্রচলিত যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধ। বেশ কয়েকজন বাজার বিশ্লেষকের মতে, বাণিজ্য যুদ্ধের ক্ষেত্রে স্কট বেসেন্ট কিছুটা কম নেতিবাচক প্রভাব ফেলতে পারেন বলে ধারণা করেন ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো।
রাশিয়া-ইউক্রেন সংঘাতের উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে যায়, যা মার্চ ২০২৩ সালের পর সেরা সাপ্তাহিক উত্থান। এরপরই সোমবার এশিয়ার বাজারে স্বর্ণের দাম ৬ নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। শুক্রবার রাতে স্কট বেসেন্টকে ট্রেজারি সেক্রেটারি পদে মনোনয়ন দিয়ে কয়েক সপ্তাহের জল্পনার অবসান ঘটান ডোনাল্ড ট্রাম্প।
আরটিভি /এএ
২৪ ঘণ্টার ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম
২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (২৭ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৭ হাজার ৫৫৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩১ হাজার ৩০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১২ হাজার ৫৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, সবশেষ গত ২৬ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ১ হাজার ৮৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে।
আরটিভি /এএ