• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমেছে

আরটিভি নিউজ

  ০৬ জানুয়ারি ২০২৫, ১৬:৪২
অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমেছে
ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে এক দশমিক ৮১ শতাংশ। এটি রাজনৈতিক অস্থিরতার কারণে গত সাড়ে তিন বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ধীর প্রবৃদ্ধি। এর আগের বছর, অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ০৪ শতাংশ।

সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সর্বশেষ তথ্যে এই চিত্র পাওয়া গেছে। বিবিএসের তথ্যে দেখা যাচ্ছে, গত বছর জানুয়ারি মাস থেকে টানা তিন প্রান্তিক ধরেই জিডিপির প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত বছর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে। এই খাতে প্রবৃদ্ধি ছিল মাত্র দশমিক ১৬ শতাংশ।

কারখানার উৎপাদন বেড়েছে মাত্র ২ দশমিক ১৩ শতাংশ, যা ২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে রেকর্ড করা ৮ দশমিক ২২ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় অনেক কম।

অন্যদিকে ওই প্রান্তিকে সেবাখাতে প্রবৃদ্ধি হয়েছে এক দশমিক ৫৪ শতাংশ, যা আগের বছর ছিল পাঁচ দশমিক ০৭ শতাংশ।

উল্লেখ্য, বাংলাদেশের ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ছয় দশমিক ৭৫ শতাংশ। যদিও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মধ্যবর্তী হিসাবে চার শতাংশে নেমে আসার পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।

আরটিভি/একে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাথাপিছু জিডিপিতে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
চলতি অর্থবছরে জিডিপি কমার পূর্বাভাস আইএমএফের
বিশ্বের দরিদ্রতম ১০ দেশের তালিকা প্রকাশ
পর্যটন শিল্পের রূপান্তর: অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈশ্বিক স্বীকৃতির পথ