দীর্ঘ প্রতীক্ষার পর শীতের উষ্ণতা আর বাঙালির পিঠা প্রেমের মিলনমেলায় পরিণত হলো ভিশন পিঠানন্দ উৎসব সিজন ৪-এর গ্র্যান্ড ফিনালে।
রোববার (২৬ জানুয়ারি) আরটিভি বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে এবারের উৎসবটি অনুষ্ঠিত হয়। দেশের সেরা পিঠাপ্রেমীদের অংশগ্রহণে সেখানে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
দেশজুড়ে পিঠা তৈরির প্রতিভাবান প্রতিযোগীরা তাদের দক্ষতা প্রদর্শন করেন এই প্রতিযোগিতায়। শেফ, সেলেব্রিটি ও ফুড ব্লগারদের সামনে প্রতিযোগীরা একের পর এক তুলে ধরেন নিজেদের হাতে তৈরি বাহারি পিঠা। স্বাদ, গুণগত মান এবং উপস্থাপনার উপর ভিত্তি করে বিচারকরা নির্বাচন করেন এবারের সেরা দশ জন প্রতিযোগীকে।
ভিশন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় কনভার্সন ওভেন, মাইক্রোওভেন, মাল্টি ব্লেন্ডার, ইনফ্রারেড কুকার, সাব স্যান্ডউইচ মেকার, কেটলিসহ আরও নানা আকর্ষণীয় কিচেন অ্যাপ্লায়েন্স।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিশন ইলেকট্রনিক্সের চিফ অপারেটিং অফিসার ফরহাদ হাসান মামনুন, হেড অফ মার্কেটিং এ জেড এম ওবায়েদুল্লাহ, ব্র্যান্ড ম্যানেজার রেজওয়ানুল হক এবং অপারেশন হেড নূর মোহাম্মদ মামুন।
চিফ অপারেটিং অফিসার ফরহাদ হাসান মামনুন বলেন, ‘ভিশন পিঠানন্দ উৎসব এখন দেশের অন্যতম জনপ্রিয় ইভেন্ট। আমরা এই প্রোগ্রামটি আরও বড় পরিসরে আয়োজনের জন্য কাজ করছি এবং সবার সহযোগিতা কামনা করছি।ভিশনের সঙ্গে থাকুন, ভিশন প্রোডাক্ট ব্যবহার করে দেশের উন্নতি নিশ্চিত করুন।’
ভিশন পিঠানন্দ উৎসবে জনপ্রিয় তারকা মীর সাব্বির, কণ্ঠশিল্পী লুইপা, অভিনেত্রী সাইরা আখতার, ফুড ব্লগার সাদিয়া এবং ফাইভ স্টার হোটেলের বিখ্যাত শেফরা বিচারক হিসেবে ছিলেন।
গ্র্যান্ড ফিনালেতে অতিথিদের বাঙালিয়ানার ঐতিহ্য ধরে রাখতে পরিবেশন করা হয় নানা ধরনের পিঠা ও মাঠা। ভিশন পিঠানন্দ উৎসবের মাধ্যমে শীতের আনন্দকে আরও রঙিন করে তুলে ভিশন ইলেকট্রনিক্স।
আরটিভি/ ডিসিএনই