ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

নগদে নতুন প্রশাসক নিয়োগ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:০১ পিএম


loading/img
মো. মোতাছিম বিল্লাহ I ছবি: সংগৃহীত

ডাক বিভাগের ডিজিটাল সার্ভিস নগদের নতুন প্রশাসক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মো. মোতাছিম বিল্লাহকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নগদের বর্তমান প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে পদায়ন করে চট্টগ্রাম অফিসের পরিচালক মোতাছিম বিল্লাহকে নগদের প্রশাসক পদে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আওয়ামী সরকারের পতনের পর গত বছরের ২১ আগস্ট নগদের প্রশাসক হিসেবে বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। 

পাশাপাশি একাধিক কর্মকর্তা ও ডাক বিভাগের একাধিক কর্মকর্তাকে সহকারী প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরটিভি/আরএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |