ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলাম মঙ্গলবার

আরটিভি নিউজ 

সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ১১:৩৬ এএম


loading/img
ফাইল ছবি

দুই বছর মেয়াদি গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির জন্য নিলাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৮ এপ্রিল)। নিলামে ৪ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের বন্ড ইস্যু করা হবে।

বিজ্ঞাপন

রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকে আগামী মঙ্গলবার (৮ এপ্রিল) দুই বছর মেয়াদি গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম অনুষ্ঠিত হবে। নিলামে ৪ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের বন্ড ইস্যু করা হবে। এ ট্রেজারি বন্ডে বার্ষিক কাট অব ইয়েল্ড হারে কুপন বা মুনাফা ষান্মাসিকভিত্তিতে পরিশোধ করতে হবে।

বিজ্ঞাপন

নিলামে সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগ পাওয়া ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড দাখিল করতে পারবে। তবে, অন্যান্য ব্যাংক এবং নন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানও নিজস্ব খাতে তাদের (ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী) গ্রাহকদের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে বিড দাখিল করতে পারবে। অভিহিত (লিখিত) মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড ক্রয়ের জন্য কাঙ্ক্ষিত প্রাইস ও বন্ড ক্রয়ের পরিমাণ উল্লেখ করে নিলামে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআইর মাধ্যমে বিড দাখিল করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশেষ কোনো পরিস্থিতিতে; প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল বিডস ইন সিলড কভারস পদ্ধতিতে বিড দাখিল করা যাবে। নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা এরইমধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

আরটিভি/এসএইচএম/এআর

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |