ঢাকাসোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

দেশের বাজারে ইয়ামাহার নতুন আকর্ষণ এফ জেড-২৫, দাম কত

রোববার, ১৩ এপ্রিল ২০২৫ , ০৩:৫৫ পিএম


loading/img

বাইক প্রেমীদের চাহিদাকে মাথায় রেখে ইয়ামাহা বাংলাদেশের বাজারে এনেছে তাদের নতুন মডেল Yamaha FZ-25। বলা যায় যে, ২৫০ সিসি সেগমেন্টের মধ্যে ইয়ামাহা জনপ্রিয় মডেলের মোটরসাইকেলটিই হলো Yamaha FZ-25। মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩৫ হাজার টাকা। মেটালিক ব্ল্যাক, ওয়ারিয়র হোয়াইট এবং রেসিং ব্লু তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে এটি।

বিজ্ঞাপন

স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং আধুনিক ফিচার থাকার কারণে তরুণ প্রজন্মের ক্রমেই বাড়ছে ইয়ামাহা ব্র্যান্ডের চাহিদা। ইয়ামাহার FZ সিরিজের বাইকগুলি অত্যন্ত জনপ্রিয়। এই সিরিজের ৪টিরও বেশি মডেল বাজারে এসেছে এবং এদের সবগুলোই ক্রেতাদের চাহিদার শীর্ষে। আগে ইয়ামাহা বাংলাদেশে শুধু ১৫৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল বিক্রি করত। তবে, সম্প্রতি বাংলাদেশে উচ্চ সিসির বাইক অনুমোদন হওয়ার পর অনেকদিন থেকেই গ্রাহকরা এফ জেড সিরিজের মধ্যে একটি উচ্চ সিসির বাইকের জন্য অপেক্ষা করছিল। এর অংশ হিসেবে বহুল প্রতীক্ষিত ইয়ামাহা এফ জেড ২৫ মডেলটি বাংলাদেশের বাজারে আনার ঘোষণা দেয় এসিআই মোটরস। 

চলুন জেনে নেওয়া যাক মোটরসাইকেলটির স্পেসিফিকেশন সম্পর্কে— 

বিজ্ঞাপন

Yamaha FZ-25 নতুন এই মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল-সিলিন্ডার অয়েল কুলড ২৪৯ সিসির ইঞ্জিন। যা ৮,০০০ আরপিএম-এ ২০.৫ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম-এ ২০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। 

১৫৩ কেজি ওজনের মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম।। ২৫০ সিসির মোটরসাইকেলটিতে থাকছে ১৪ লিটারের সুবিশাল ফুয়েল ট্যাঙ্ক, ফাইভ স্পিড গিয়ার, ৭ স্তরের অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশনসহ নানা সুবিধা। মোটরসাইকেলটি প্রতি লিটারে ৪০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। সব মিলিয়ে বলা যায় Yamaha FZ-25 মডেলটি গ্রাহকদের জন্য বাইকিং এ ভিন্ন মাত্রা যোগ করবে।

পুরোনো ১৬৫ সিসির কম কিংবা তার বেশি সিসির যেকোনো ব্র্যান্ডের মোটরসাইকেল অদল–বদলের মাধ্যমেও নতুন এই মোটরসাইকেল কেনার সুযোগ থাকছে ক্রেতাদের জন্য। ১৬৫ সিসির কম হলে ১১ হাজার এবং বেশি সিসির ক্ষেত্রে ১৪ হাজার টাকা পর্যন্ত ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ছাড়। 

বিজ্ঞাপন

এ ছাড়া ইয়ামাহার ওয়াইআরসি নিবন্ধিত সদস্যদের জন্য থাকছে ১২ হাজার টাকার বিশেষ ছাড়। এ ছাড়া অগ্রিম বুকিং দিলে ৭ হাজার টাকা মূল্যছাড় পাবেন ক্রেতারা। মাত্র ৫০ হাজার টাকায় প্রি-বুকিং দেওয়া যাবে। প্রাথমিকভাবে গ্রাহকরা প্রি-বুকিং এর মাধ্যমে বাইকটি কিনতে পারবেন।

জানা যায়, অগ্রিম বুকিংয়ের এক মাস পর ক্রেতারা হাতে পাবেন মোটরসাইকেলটি।


আরটিভি/এসআর/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |