বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ার বন্ধ হয়ে যাচ্ছে- এমন গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। এবার তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। মূলত নভোএয়ারের ওয়েবসাইট থেকে ১৯ এপ্রিলের পরের কোনো ফ্লাইটের টিকিট বুকিং করা যাচ্ছিল না। এর ফলে অনেকে ধরে নেন, দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্সটি হয়তো বন্ধ হয়ে যাচ্ছে।
তবে এয়ারলাইন্সটি বন্ধ হয়ে যাওয়ার তথ্য ‘ঠিক নয়’ বলে জানিয়েছেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, আমরা একটি কারণে ১৯ এপ্রিলের পর থেকে ফ্লাইটের টিকেট বুকিং বন্ধ রেখেছিলাম। তাতেই এই আলোচনা হচ্ছে। এখন আবার আমরা ফ্লাইট চালু করেছি, টিকেট বুকিং দেওয়া যাচ্ছে।
মঙ্গলবার সকালে চেষ্টা করেও নভোএয়ারের ওয়েবসাইট থেকে ১৯ এপ্রিলের পরের কোনো ফ্লাইটের টিকেট বুকিং করা যাচ্ছিল না। তবে দুপুরের পর থেকে আবারও টিকেট বুকিং করা যাচ্ছে।
নভোএয়ার ছাড়াও দেশে আরও দুটি বেসরকারি উড়োজাহাজ সংস্থা হচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং এয়ার অ্যাস্ট্রা।
এ বিষয়ে নভোএয়ারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা মূলত আমাদের ছোট এয়ারক্রাফটগুলো বিক্রি করে বড়ো এয়ারক্রাফট কেনার চেষ্টা করছি। কিছুদিন আগে ক্রেতাদের একটি দল এয়ারক্রাফটগুলো কেনার আগ্রহ দেখায়। তারা পরিদর্শনে আসার কথা ছিল। এ জন্য আমরা ১৯ তারিখের পর টিকেট বুকিং বন্ধ রেখেছিলাম।
তিনি বলেন, আজ আমাদের মিটিং ছিল। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে ফ্লাইট চলবে। টিকেটও বুকিং এখন দেওয়া যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৯ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহন শুরু করে নভোএয়ার। এরপর এক যুগ ধরে এক লাখের বেশি ফ্লাইট চালায় তারা। এ সময়ে তারা সাড়ে ৭০ লাখের বেশি যাত্রীকে সেবা দিয়েছে।
দেশের ‘প্রথম’ এয়ারলাইন্স হিসেবে নভোএয়ার যাত্রীদের জন্য চালু করেছিল ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম–স্মাইলস, কো-ব্রান্ডেড কার্ড, টিকিট কেনার জন্য মোবাইল অ্যাপ ও ওয়েব চেক-ইন সুবিধা।
২০১৪ সালে ভ্রমণবিষয়ক পাক্ষিক ম্যাগাজিন ‘দ্য বাংলাদেশ মনিটরের’ বিচারে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স, ২০১৯ সালে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স, ২০২২ এবং ২০২৩ সালে ‘বেস্ট অনটাইম পারফরমেন্স এয়ারলাইন্স’ এর পুরস্কার পায় নভোএয়ার।
বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর এবং রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি এ উড়োজাহাজ সংস্থাটি।
আরটিভি/এফএ