ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বাজেটে ব্যাটারিচালিত রিকশা নিয়ে দুঃসংবাদ

আরটিভি নিউজ

সোমবার, ০২ জুন ২০২৫ , ০৪:১১ পিএম


loading/img

ব্যাটারিচালিত রিকশা নিয়ে দুঃসংবাদ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

সোমবার (২ জুন) বিকেলে বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ দুঃসংবাদ দেন।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাটারিচালিত রিকশায় ১২০০ ওয়াটের ডিসি মোটরের কাস্টমস শুল্ক ১ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হচ্ছে। ফলে ব্যাটারিচালিত রিকশা তৈরিতে খরচ বাড়ছে।

বিজ্ঞাপন

এর আগে, আজ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা।

প্রসঙ্গত, ঢাকাসহ সারা দেশে বিপদজ্জনক বাহনের নাম ব্যাটারিচালিত রিকশা। সে কারণে এই অনিয়ন্ত্রিত পরিবহনের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরটিভি/আইএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |