পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, বাজেটে কালোটাকা সাদা করার সুবিধা তুলে দেওয়া হবে। তবে অপ্রদর্শিত অর্থ হিসেবে বাজেটে কিছু সুযোগ থাকতে পারে বলে জানান তিনি।
শনিবার (২১ জুন) নতুন অর্থবছরের বাজেট নিয়ে ঢাকার একটি হোটেলে সভা করে গবেষণা প্রতিষ্ঠান ‘র্যাপিড’। দুপুরে ওই সভায় তিনি এসব কথা জানান। সভায় অন্যদের মধ্যে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক ও র্যাপিড চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, কালোটাকা সাদা করার সুযোগ খুব একটা কাজে আসে না। ৫ কোটি টাকা দিয়ে কিনে কেউ যদি এক কোটিও দেখাতে না পারে, তাহলে এটা থাকার তো কোনো দরকার নেই। এতই যখন আলোচনা হয়েছে, তা তুলে দেওয়া হোক।
উপদেষ্টা মনে করেন, সরকারের সামাজিক সুরক্ষার যারা উপকারভোগী, তাদের অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ যোগ্য নন। তারা হয়ত ভুতুড়ে, নয়তো তারা রাজনৈতিকভাবে এর মধ্যে ঢুকেছে। এদের বিষয়েও সরকার ব্যবস্থা নেওয়ার চিন্তা করছে।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘আরেকটি হলো, পরিকল্পনা কমিশন থেকে আমরা ঠিক করেছি, অন্তত কিছু জায়গায় পাইলটিং করে দেখা। সেক্ষেত্রে এনজিওর সহায়তায় মাঠপর্যায়ে বৈঠক করে অন্তত এটা দেখা যে, কারা যোগ্য নয়।’
এ সময় তৈরি পোশাকশিল্প মালিকরা বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশন বা উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়টি একটি প্রস্তুতিহীন পরিকল্পনা। তারা এজন্য প্রস্তুত নন।’
বিজিএমইএ’র সাবেক সভাপতি রুবানা হক বলেন, ‘এটি একটি প্রস্তুতিহীন পরিকল্পনা, আমরা কোনোমতেই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত নই।’
সভায় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘গ্র্যাজুয়েশন আমাদের হয়ে গেছে ২০২১ সালে। এখন আমরা প্রথম তিন বছরের পর দুই বছর এক ধরনের গ্রেস পিরিয়ডে আছি। এখন নতুন করে যদি তিন বা পাঁচ বছর চাওয়া হয়, এটা এক ধরনের আবদার হতে পারে।’
আরটিভি/টি/এস