পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আর প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ১৬ পয়সা। এর আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৮২ পয়সা।
এ হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৩৫ পয়সা।
এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ মার্চ। কোম্পানিটির এজিএম আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
এসআর